বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে Xiaomi 14 Civi স্মার্টফোন লঞ্চ করা হবে। অনেক দিন বাদে কোম্পানি তাদের Civi সিরিজ নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, কিন্তু বাজারে লঞ্চ হওয়ার আগেই ইন্টারনেটে এই ফোনের রিটেল বক্সের ফটো লিক হয়ে গেছে। এই লিকের জন্য Xiaomi 14 Civi স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে।
Xiaomi 14 Civi এর স্পেসিফিকেশন (লিক বক্স) : প্রসেসর: লিক হওয়া বক্স অনুযায়ী এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8s Gen 3 অক্টা-কোর প্রসেসর সহ 3গীগাহার্টজ ক্লক স্পীডে কাজ করবে বলে জানা গেছে। এই 8-কোর Kryo CPU-তে একটি 3.0GHz Cortex-X4 কোর, চার 2.8GHz Cortex-A720 কোর এবং তিন 2.0GHz Cortex-A520 কোর রয়েছে।
ডিসপ্লে: Xiaomi 14 Civi স্মার্টফোনে Quad Curved ডিসপ্লে সহ পেশ করা হবে। এই ফোনে 1.5K রেজোলিউশন সহ AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেটে কাজ করে। এতে ডুয়াল পাঞ্চ-হোল ডিসপ্লে সহ ওপরের দিকে দুটি ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
সেলফি ক্যামেরা: Xiaomi 14 Civi স্মার্টফোনের ফ্রন্ট প্যানেলে 32MP + 32MP ডুয়াল রেয়ার সেলফি ক্যামেরা এবং AI ফিচার যোগ করা হবে। লিক অনুযায়ী এই ফোনে প্রাইমারি সেন্সর এফ/2.0 অ্যাপচার সহ 26এমএম ফোকাল লেন্থ এবং 2এক্স পোট্রেট ক্লোস-আপ দেওয়া হবে। অন্যদিকে সেকেন্ডারি সেন্সর 100° আলট্রা-ওয়াইড এঙ্গেল লেন্স এফ/2.4 অ্যাপচার এবং অ্যান্টি-শেক এআই, ইআইএস ইমেজ (স্টেবলাইজেশন) এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই Xiaomi 14 Civi স্মার্টফোনের ব্যাক প্যানেলে তিনটি ক্যামেরা সেন্সর দেখা গেছে। এই ফোনে Leica লেন্স ব্যবহার করা হয়েছে। লিক অনুযায়ী 50 মেগাপিক্সেল OIS ফিচার অর্থাৎ অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন ফিচার সহ কাজ করবে। অন্যান্য সেন্সর ওয়াইড এঙ্গেল লেন্স এবং ম্যাক্রো লেন্স দেওয়া হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্যও Xiaomi 14 Civi স্মার্টফোনে 4,700এমএএচ ব্যাটারি সহ 67ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। রিটেল বক্স অনুযায়ী এই ফোনের ব্যাটারি ‘ডাবল ব্যাটারি লাইফস্পেন’ সহ লঞ্চ করা হবে।
কালার অপশন: রিটেল বক্স অনুযায়ী Xiaomi 14 Civi স্মার্টফোনে এই ফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ হবে বলে লেখা দেখা গেছে। এতে ক্রুজ ব্লু (Cruise Blue), মাচা গ্রিন (Matcha Green) এবং শ্যাডো ব্ল্যাক (Shadow Black) কালার অপশন রয়েছে।
বাজার কাঁপাচ্ছে কমমূল্যে দুর্দান্ত ফিচারের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন
Xiaomi 14 Civi এর সঙ্গে এই ফোনের প্রতিযোগিতা : কিছু দিন আগেই POCO F6 স্মার্টফোন ভারতে Qualcomm Snapdragon 8s Gen 3 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। আগামী 12 জুন Xiaomi 14 Civi ফোনটি এই চিপসেটে নিয়ে আশা হবে। ফলে এই ফোন দুটির মধ্যে প্রতিযোগিতা শুরু হবে। ছাড়াও 20 জুন Snapdragon 8s Gen 3 চিপষেট সহ লঞ্চ হতে চলা Realme GT 6 ফোনটিও Xiaomi 14 Civi ফোনের সঙ্গে প্রতিযোগিতার মুখে পরবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।