বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট এবং Mi.com থেকে অনলাইনে শাওমি ১৪ সিভি ফোন কেনা যাবে। শাওমি সংস্থা ভারতে প্রথমবার লঞ্চ করেছে সিনেম্যাটিক ভিশনের স্মার্টফোন।
শাওমি ১৪ সিভি লঞ্চ হয়েছে আগেই। আজ ২০ জুন থেকে এই ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে। লঞ্চের সময় শাওমি ১৪ সিভি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম ছিল ৪২,৯৯৯ টাকা। আর ১ ২জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ যুক্ত ভ্যারিয়েন্টের দাম ছিল ৪৭,৯৯৯ টাকা। বর্তমানে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট এবং Mi.com থেকে অনলাইনে শাওমি ১৪ সিভি ফোন কেনা যাবে।
আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে শাওমি ১৪ সিভি ফোন কিনলে ৩০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে শাওমির এই ফোন কিনলে ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। এর ফলে এটা স্পষ্ট যে ব্যাঙ্ক অফার অথবা এক্সচেঞ্জ অফার কোনও একটা যুক্ত হলেই ফোনের দাম ৩০০০ টাকা কমবে।
বেস মডেলের দাম হবে ৩৯,৯৯৯ টাকা যা ৮ জিবি র্যাম যুক্ত। অন্যদিকে ১২ জিবি র্যাম যুক্ত মডেলের দাম কমে হবে ৪৪,৯৯৯ টাকা। এছাড়াও শাওমি ১৪ সিভি ফোন কিনলে ক্রেতারা তিন মাসের জন্য ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন, ৬ মাসের জন্য ১০০ জিবি- র গুগল ওয়ান ক্লাউড স্টোরেজ এবং বিনামূল্যে শাওমি প্রায়োরিটি ক্লাব মেম্বারশিপ পাবেন।
শাওমি সংস্থার দাবি তাদের শাওমি ১৪ সিভি ফোনে ৮০ শতাংশ চার্জ হবে মাত্র ৩০ মিনিটে। এই ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ৬.৫ ইঞ্চির স্ক্রিন। শাওমির এর ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
ভারতে শাওমি ১৪ সিভি ফোন লঞ্চ হয়েছে চিনে লঞ্চ হওয়া শাওমি সিভি ৪ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট রয়েছে এই ফোনে। Leica ব্র্যান্ডের ক্যামেরা ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। শাওমি ১৪ সিভি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনে একটি কার্ভড AMOLED ডিসপ্লে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।