বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমির দুর্দান্ত নাম্বার সিরিজ 14 শীঘ্রই বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই সিরিজের দুটি ফোন আগামী 27 অক্টোবর চীনে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। তবে সিরিজের টপ আলট্রা মডেল আগামী বছর অর্থাৎ 2024 সালে পেশ করা হতে পারে। এই সিরিজে Xiaomi 14, Xiaomi 14 Pro এবং Xiaomi 14 Ultra নামের তিনটি ফোন লঞ্চ হতে পারে। নতুন লিকের মাধ্যমে এই সিরিজের ভ্যানিলা মডেলের পোস্টার সামনে এসেছে। এই পোস্টার থেকে ফোনটির ফুল স্পেসিফিকেশন জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই পোস্টার সম্পর্কে।
Xiaomi 14 এর পোস্টার (লিক)
Xiaomi 14 ফোনটি সম্পর্কে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নতুন লিক সামনে এসেছে।
মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতেও এই ডিটেইলস জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।
ইমেজে দেখা যাচ্ছে আপকামিং Xiaomi 14 ফোনের সমস্ত স্পেসিফিকেশন পোস্টারের মাধ্যমে সামনে এসেছে।
জানিয়ে রাখি এই ফোনটি এই সিরিজের সবচেয়ে ছোট মডেল হবে, তাও এই ফোনের স্পেসিফিকেশন যথেষ্টই শক্তিশালী।
Xiaomi 14 এর পোস্টার স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: পোস্টার অনুযায়ী Xiaomi 14 ফোনে 6.44 ইঞ্চির Huaxing C8 OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ডিসপ্লে 1.5k রেজলিউশন, 120Hz রিফ্রেশরেট, 280 নিটস ব্রাইটনেস, 12-বিট কালার, HDR10+, DCI-P3 কালার গামুট এবং ডলবি ভিসহন সাপোর্ট করতে পারে।
প্রসেসর: এই ফোনে আগামী 24 অক্টোবর লঞ্চ হতে চলা শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর থাকতে পারে।
স্টোরেজ: এই ফোনে ডেটা স্টোর করার জন্য LPDDR5x RAM + UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ যোগ করা হতে পারে।
ব্যাটারি: Xiaomi 14 ফোনে 4600mAh ব্যাটারি থাকবে বলে জানা গেছে। এই ব্যাটারি 90W ওয়্যারর্ড চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং এবং 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।
ক্যামেরা: Xiaomi 14 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে OIS ফিচারযুক্ত 50MP OV50H প্রাইমারি ক্যামেরা, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
অন্যান্য: এই ফোনে Xiaomi Mina self-developed system, বড় VC কুলিং সিস্টেম, 2-ইন-1 মোটর, ডুয়েল স্টেরিও স্পিকার, ডুয়েল ফ্রিকোয়েন্সি GPS, IR ব্লাস্টার এবং IP68 রেটিং দেওয়া হবে বলে জানা গেছে। জানিয়ে রাখি IP68 রেটিং ফোনটিকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।