বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের রাইজিং স্টার শাওমি দুর্দান্ত স্মার্টফোন নিয়ে শিগগিরই বাজারে হাজির হচ্ছে। মডেল শাওমি ১৪ আল্ট্রা। এই ফোনটিকে বাজারের সেরা ফোন বলা হচ্ছে। কেননা, এতে অনবদ্য কিছু ফিচার রয়েছে। যা কিনা অন্য সব ব্র্যান্ডকে টেক্কা দিতে সম্ভব।
ইতিমধ্যে অনলাইনে Xiaomi 14 Ultra মডেলের স্পেফিকেশন ও ছবি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে, শাওমির নতুন এই ফোনে পাবেন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। থাকবে ১২০ মিলিমিটার পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা। শাওমি ১৩ আল্ট্রার থেকে বড় লেন্স থাকবে বলেও শোনা যাচ্ছে।
শাওমি ১৪ আল্ট্রা ভ্যারিয়েন্টে আগের মডেলের মতোই ক্যামেরা কাট-আউট থাকবে বলে জানা গিয়েছে। তবে লেন্সের যে হোল থাকে তা সাইজে বড় হতে পারে। টেক রিপোর্ট অনুযায়ী, ফোনের প্রাইমারি ক্যামেরাতে মিলবে এফ/১.৬ অ্যাপারচার। স্মার্টফোনে পেতে পারেন অ্যাসফেরিকাল লেন্স।
এই স্মার্টফোনে ১২০ মিলিমিটার পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। যা আসবে এফ/২.৫ অ্যাপারচারের সঙ্গে। শাওমি ১৪ মডেলে মিলবে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফ্রন্টে মিলবে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
শাওমি ১৪ সিরিজের অধীনে একাধিক হ্যান্ডসেট দেখা যাবে। আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ এর আসরে এই ফোন প্রদর্শন করা হবে। তখন এটি বিক্রির ঘোষণা দেওয়া হবে।
এক রিপোর্ট অনুসারে, শাওমি ১৪ আল্ট্রাতে মিলবে ৬.৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে, ২কে রেজুলেশন এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট। এতে প্রসেসর মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট। ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ৫১৮০ এমএএইচ এবং ৯০ ওয়াট ফাস্ট চার্জিং। কার্ভ ডিসপ্লে’র সঙ্গে আসতে পারে এই মডেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।