Xiaomi 14 Ultra নাকি Samsung Galaxy S24, কোনটি সেরা স্মার্টফোন

Xiaomi 14 Ultra VS Samsung Galaxy S24

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে লঞ্চ হয়েছে শাওমির নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন শাওমি ১৪ আল্ট্রা। যার বিক্রি আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। এই স্মার্টফোনকে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা। যা কয়েকদিন ভারতে লঞ্চ হয়েছে। দুটোই অ্যান্ড্রয়েড স্মার্টফোন। রয়েছে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার্স এবং দুর্ধর্ষ ক্যামেরা। চলুন দুই ফোনের দাম ও স্পেসিফিকেশনের তুলনা দেখে নেওয়া যাক।

Xiaomi 14 Ultra VS Samsung Galaxy S24

শাওমি ১৪ সিরিজ বাজারে আসতেই হইচই। কোম্পানি দাবি অনুযায়ী, এটি এখনও শাওমির সবথেকে সেরা স্মার্টফোন। এই সিরিজে তিনটে স্মার্টফোন পাবেন – শাওমি ১৪, শাওমি ১৪ প্রো এবং শাওমি ১৪ আলট্রা। যার মধ্যে শাওমি ১৪ আলট্রা টপ স্পেক মডেল। যেখানে একাধিক ফ্ল্যাগশিপ ফিচার্স রয়েছে। তবে এই স্মার্টফোনকে লড়াই দিতে প্রস্তুত স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ।

শাওমির ফোনে রয়েছে 4K AMOLED ডিসপ্লে, Snapdragon প্রসেসর, Leica টিউন ক্যামেরা এবং 90W ফাস্ট চার্জিং। আবার স্যামসাংয়ের ফোনে পাবেন ডাইনামিক AMOLED ডিসপ্লে এবং 200 মেগাপিক্সেল ক্যামেরা। সবমিলিয়ে দুই স্মার্টফোনেই রয়েছে তুখোড় ফিচার্স।

দামের দিক দিয়ে দেখলে বেশ খানিকটা সস্তা শাওমি ১৪ আলট্রা। যদিও ফিচার্সের তুলনায় দুই স্মার্টফোনই সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে। শাওমি ১৪ তে যেখানে ৫০ মেগাপিক্সেলের চারটি লেন্স পাবেন সেখানে স্যামসাং গ্যালাক্সিতে মিলবে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা।

শাওমি ১৪ আলট্রা স্মার্টফোনের প্রি-বুকিং শুরু হবে ১১ মার্চ থেকে। ভারতীয় মুদ্রায় ৯,৯৯৯ টাকা দিয়ে প্রি-বুকিং করতে পারবেন গ্রাহকেরা। এই স্মার্টফোনের সেল শুরু হবে ১২ এপ্রিল থেকে। অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং অ্যামাজন দু’জায়গা থেকেই কিনতে পারবেন এই স্মার্টফোন।

এই গ্রামে নারীরা গর্ভবতী হতে ছুটে যান

অন্যদিকে যারা শাওমি ১৪ এর বেস মডেল কিনতে চান তাদের খরচ করতে হবে ভারতীয় মুদ্রায় ৬৯,৯৯৯ টাকা। এর উপর ৫,০০০ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে যদি আপনি ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করেন। থাকছে ভারতীয় মুদ্রায় ৫,০০০ টাকা অতিরিক্ত এক্স চেঞ্জ বোনাস।