বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আগামী কয়েক মাসের মধ্যে শাওমি তাদের 14T সিরিজ লঞ্চ করতে পারে। এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন পেশ করতে পারে। সম্প্রতি এই ফোনগুলি বেশ কিছু সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছিল। এবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই সিরিজের প্রো মডেলের গ্লোবাল ভেরিয়েন্ট লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Xiaomi 14T Pro এর গীকবেঞ্চ লিস্টিং
গীকবেঞ্চ লিস্টিঙ অনুযায়ী আপকামিং ফোনটি 2407FPN8EG মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
কিছু দিন আগে ইন্দোনেশিয়ার টেলিকম সার্টিফিকেশন সাইটে ফোনটি Xiaomi 14T Pro নামে দেখা গিয়েছিল।
Xiaomi 14T Pro ফোনটি সার্টিফিকেশন সাইটে সিঙ্গেল কোর টেস্টে 9,369 এবং মাল্টি কোর টেস্টে 26,083 পয়েন্ট পেয়েছে।
এই ফোনটিতে 3.4GHz পীক ক্লক স্পীড, মালী-G720-ইমমোর্টালিশ MC12 GPU সহ অক্টাকোর চিপসেট দেওয়া হতে পারে।
গীকবেঞ্চ লিস্টিং অনুযায়ী আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 9300 Plus প্রসেসর দেওয়া হতে পারে।
গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 12GB RAM দেওয়া হতে পারে। এছাড়াও এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হতে পারে।
Xiaomi 14T সিরিজের সম্ভাব্য ডিটেইলস
আগামী আগস্ট বা সেপ্টেম্বার মাসে Xiaomi 14T সিরিজের স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে।
এই সিরিজের টপ মডেল Xiaomi 14T Pro স্মার্টফোনে MediaTek Dimensity 9300 প্লাস প্রসেসর দেওয়া হতে পারে। এই চিপসেট 3.4GHz হাই ক্লক স্পীডযুক্ত হতে পারে।
ক্যামেরা এফবি 5 লিস্টিং অনুযায়ী Xiaomi 14T Pro স্মার্টফোনে f/1.6 অ্যাপারচার, 12.6MP পিক্সেল বাইন্ডিং OIS ফিচারযুক্ত প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে।
12.6MP পিক্সেল বাইন্ডিং ফিচার দেখে মনে করা হচ্ছে এই ফোনটিতে 50MP প্রাইমারি লেন্স দেওয়া হতে পারে।
Xiaomi 14T Pro ফোনটিতে f/2.0 অ্যাপারচারযুক্ত সেলফি ক্যমেরা দেওয়া হতে পারে। এটি 8.1MP পিক্সেল-বাইন্ড-ইমেজ ক্যাপচার করতে সক্ষম।
বাজারে লঞ্চ হল POCO F6 স্মার্টফোনের Deadpool Edition, জেনে নিন বিস্তারিত
রিপোর্ট অনুযায়ী দুর্দান্ত ক্যামেরা এক্সপিরিয়েন্সের জন্য এই ফোনটিতে Leica লেন্স দেওয়া হতে পারে।
এনবিটিসি সার্টিফিকেশন অনুযায়ী আপকামিং Xiaomi 14T Pro স্মার্টফোনে GSM /WCDMA/LTE/NR কানেক্টিভিটি দেওয়া হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।