বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি আগামী মাসে তাদের 14T সিরিজ নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Xiaomi 14T এবং Xiaomi 14T Pro স্মার্টফোন পেশ করা হতে পারে।
কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণার আগেই Xiaomi 14T স্মার্টফোনটি আইএমডিএ সাইটে লিস্টিং করা হল। জানিয়ে রাখি এর আগে IMEI সাইটে দেখা গিয়েছিল। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং স্মার্টফোনের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
Xiaomi 14T এর IMDA লিস্টিং
মাই স্মার্ট প্রাইস আইএমডিএ সার্টিফিকেশন সাইটে Xiaomi 14T স্মার্টফোনটি স্পট করেছে।
লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনটি 2406APNFAG মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনটি কিছু দিন আগেই IMEI ডেটাবেসেও দেখা গিয়েছিল। এই লিস্টিঙে আপকামিং ফোনের নাম ছিল।
এই ফোনের নাম্বারের শেষের 2406 নাম্বার থাকার জন্য শীঘ্রই ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে লিস্টিঙের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
Xiaomi 13T এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: আগের মডেল Xiaomi 13T স্মার্টফোনে 6.67 ইঞ্চির FHD+ এমোলেড প্যানেল দেওয়া হয়েছে। এই ডিসপ্লেতে 144Hz রিফ্রেশ রেট, 2,600 পীক ব্রাইটনেস এবং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে।
প্রসেসর: এই ফোনে শক্তিশালী মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 প্রসেসর রয়েছে।
স্টোরেজ: Xiaomi 13T স্মার্টফোনটি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছিল। এতে 8GB এবং 12GB RAM সহ 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: এই স্মার্টফোনটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হয়েছিল। এতে 50MP প্রাইমারি সেন্সর এবং 50MP +12MP আলট্রা-ওয়াইড সহ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: Xiaomi 13T স্মার্টফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5000mAh ব্যাটারি রয়েছে।
অন্যান্য: এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল সিম 4g, 5G, ওয়াই-ফাই এর মতো বিভিন্ন ফিচার রয়েছে।
১০ হাজার টাকারও কম বাজেটে লঞ্চ হচ্ছে দুর্ধর্ষ এই ৫জি স্মার্টফোন
অপারেটিং সিস্টেম: Xiaomi 13T স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 13 এবং MIUI 14 সহ লঞ্চ করা হয়েছিল। এবং অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপডেটর জন্য ক্ষমতা সম্পন্ন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।