বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান Xiaomi 15 Ultra নামের নতুন ফোন বাজারে আনছে। এই ফোন বাজারে এল অন্য সব মডেলের ফোনগুলোকে টেক্কা দেবে বলে জানা গেছে।
শিগগিরই চীনের বাজারে শাওমির এই Xiaomi 15 Ultra মডেলের ফোন আসবে। এরপর আন্তর্জাতিক বাজারে আসবে। এই ফ্ল্যাগশিপ ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হতে পারে।
Xiaomi 15 Ultra গ্লোবাল বাজারে গত ফেব্রুয়ারিতে বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে লঞ্চ করা হয়েছিল। এখন শাওমি ১৫ আলট্রা বাজারে আসার কথা জানা গেল।
Xiaomi 15 Ultra মডেল ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, টুকে কোয়াড কার্ভড ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেটসহ আসবে বলে আশা করা হচ্ছে।
এই ফোনে ২০০ মেগাপিক্সেলের বড় অ্যাপারচার পেরিস্কোপ টেলিফটো সেন্সর এবং ১ ইঞ্চি টাইপের প্রধান ক্যামেরা এফ/১.৬৩ অ্যাপারচারের সঙ্গে থাকতে পারে।
দুর্দান্ত পারফরম্যান্সের সঙ্গে সেরা ফিচার নিয়ে বাজার কাঁপাচ্ছে Vivo T3 Pro 5G স্মার্টফোন
ডিভাইসটি আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিংসহ পানি ও ধুলা প্রতিরোধী হবে। এ ছাড়া ফোনটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। তবে ব্যাটারির ক্ষমতা আগের শাওমি ১৪ আলট্রার মতোই থাকতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।