বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : 200MP ক্যামেরা সহ আসছে Xiaomi 15 Ultra, লঞ্চের আগেই সমস্ত ফিচার ফাঁস, জানুন কবে আসবে বাজারে এখন কোম্পানি এই সিরিজের টপ-মডেল Xiaomi 15 Ultra লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং শাওমি 15 আল্ট্রা ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে শাওমি গত মাসে চীনে Xiaomi 15 এবং Xiaomi 15 Pro স্মার্টফোন নিয়ে হাজির হয়েছিল। এখন কোম্পানি এই সিরিজের টপ-মডেল Xiaomi 15 Ultra লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন আপকামিং শাওমি 15 আল্ট্রা ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনে পাওয়া সমস্ত ফিচার সম্পর্কে।
Xiaomi 15 Ultra ফোনে থাকবে 200 মেগাপিক্সেল ক্যামেরা
শাওমি 15 আল্ট্রা ফোনটি বাজারে লঞ্চ হওয়ার আগেই ডিভাইসের ক্যামেরা স্পেক্স প্রকাশ হয় গেছে। খবর অনুযায়ী, শাওমি 15 আল্ট্রা ফোনে 50MP 1/2.51″ Sony IMX858, 70mm 3X টেলিফটো ক্যামেরা থাকবে। এছাড়া এতে ডুয়াল টেলিফটো লেন্স সহ টেলিফটো ম্যাক্রো ফাংশন সাপোর্ট থাকতে পারে। এতে একটি নতুন ফটোগ্রাফি হ্যান্ডেল কিটও দেওয়া হবে।
আগে আসা রিপোর্ট থেকে জানা গেছিল যে ফোনে 50MP 23mm f/1.6x মেইন ক্যামেরা সাথে একটি ফিজিকাল ফোকল লেন্থ থাকবে। এর সাতে কাস্টমাইজ হার্ডওয়্যার মডিউল অন্ডা ফিজিকাল ফোকল লেন্থ থাকবে।
এছাড়া, ফোনে f/2.6 অপার্চর সহ একটি নতুন 200MP 4.3X পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, 1/1.4″ Samsung HP9 সেন্সর থাকবে বলে জানা গেছে। একই সেন্সর আমরা Vivo X200 ফোনে দেখেছি। এতে 50MP আল্ট্রা ওয়াইড থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
ব্যাটারি এবং স্ক্রিন কেমন হবে শাওমি 15 আল্ট্রা ফোনে
পারফরম্যান্সের ক্ষেত্রে শাওমি 15 আল্ট্রা ফোনটি Snapdragon 8 Elite প্রসেসর সহ আসবে। এতে একটি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী, এই ফোনে 6000mAh এর বড় ব্যাটারি থাকবে। তবে এর আগে শাওমি 14 আল্ট্রা ফোনে 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। যার মানে আগের মডেল থেকে আপকামিং শাওমি 15 আল্ট্রা ফোনে বড় ব্যাটারি দেওয়া হবে।
পাশাপাশি, শাওমি 15 প্রো ফোনে 6100mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। লিক অনুযায়ী আল্ট্রা মডেলে শাওমি 15 প্রো ফোনের 2K কোয়াড কার্ভড স্ক্রিন অফার করা হবে।
কবে লঞ্চ হবে শাওমি 15 আল্ট্রা ফোনে
লঞ্চের কথা বললে, শাওমি 15 আল্ট্রা ফোনটি জানুয়ারি 2025 সালে চীনে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, মার্চ 2025 সালে এটি MWC তে গ্লোবাল লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।