Xiaomi 15 Ultra: লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল ক্যামেরা ও ফিচার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি’র পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15 Ultra ফেব্রুয়ারি মাসে চীনে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি BIS (ভারতীয় ব্যুরো অফ ইন্ডিয়া)-এ ফোনটি লিস্টেড হওয়ার কারণে আশা করা হচ্ছে এটি শীঘ্রই ভারতে আসতে চলেছে। লঞ্চের আগেই ফোনটির ক্যামেরা ও অন্যান্য ফিচার সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়েছে।

Xiaomi 15 Ultra

Xiaomi 15 Ultra-এর ক্যামেরা ডিটেইলস (লিক)

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী, ফোনটিতে ১০ সেমি ফোকাসিং ক্ষমতাসম্পন্ন একটি সেকেন্ডারি ম্যাক্রো ক্যামেরা থাকতে পারে। এই ক্যামেরা খুবই সূক্ষ্ম ডিটেইলস ক্যাপচার করতে সক্ষম। ক্যামেরা মডিউলে থাকবে একটি আকর্ষণীয় ‘রেড রিং’ ডিজাইন।

এছাড়াও:

  • টেলিফটো লেন্সে নতুন কোটিং প্রযুক্তি ব্যবহার করা হবে, যা লেন্স ফ্লেয়ার কমাবে এবং ইমেজ আরও স্পষ্ট করবে।
  • নতুন একটি ফটোগ্রাফি কিট যুক্ত করা হবে।
  • ফোনের কেস মোরান্ডি স্টাইলে ডিজাইন করা হতে পারে।

সম্ভাব্য ফিচার

লঞ্চের আগে লিক হওয়া রিপোর্ট অনুযায়ী Xiaomi 15 Ultra-তে কিছু শক্তিশালী ফিচার থাকতে পারে।

  • ডিসপ্লে: 6.73 ইঞ্চি LTPO স্ক্রিন, যা আগে Xiaomi 14 Ultra-তেও ছিল।
  • প্রসেসর: Qualcomm Snapdragon 8 Elite SoC ফ্ল্যাগশিপ চিপসেট।
  • চার্জিং: 90W ওয়্যার চার্জিং এবং 80W ওয়্যারলেস চার্জিং।

12GB RAM ও 3D স্ক্রিনসহ লঞ্চ হল OPPO Reno 13 Pro

মূল্য ও লঞ্চের সম্ভাবনা

Xiaomi 15 Ultra স্মার্টফোনটি 2024 সালের মার্চ মাসে ভারতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি 16GB+512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে 99,999 টাকার দামে পাওয়া যেতে পারে।