Xiaomi 15 Ultra: শাওমির ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সেরা ফ্ল্যাগশিপ!

Xiaomi 15 Ultra

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15 Ultra বাজারে আনতে চলেছে। সংস্থাটি এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে নিশ্চিত করেছে যে, ফোনটি ২ মার্চ উন্মোচিত হবে। উন্নত ক্যামেরা ও শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে এটি বাজারে সাড়া ফেলতে পারে। দেখে নেওয়া যাক সম্ভাব্য ফিচার ও দাম।

Xiaomi 15 Ultra

সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: ৬.৭৩ ইঞ্চি LTPO AMOLED, ১.৫কে রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট
  • প্রসেসর: Snapdragon 8 Elite
  • র‍্যাম ও স্টোরেজ: ১৬ জিবি পর্যন্ত র‍্যাম, ১ টিবি পর্যন্ত স্টোরেজ
  • ব্যাটারি ও চার্জিং: ৬,০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ওয়্যার্ড চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
  • ক্যামেরা:
    • প্রাইমারি সেন্সর: ৫০ মেগাপিক্সেল
    • টেলিফটো লেন্স: ৫০ মেগাপিক্সেল (৩x অপটিক্যাল জুম)
    • পেরিস্কোপ টেলিফটো: ২০০ মেগাপিক্সেল
    • আল্ট্রা-ওয়াইড লেন্স: ৫০ মেগাপিক্সেল

Xiaomi 15 Ultra: সম্ভাব্য দাম

ফোনটির ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ইউরোপে প্রায় ১,৪৯৯ ইউরো হতে পারে, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১,৩৪,৩০০ টাকা। পূর্ববর্তী মডেল Xiaomi 14 Ultra ভারতে ৯৯,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল, তাই এবারের মডেলের দাম ১ লক্ষ টাকা ছাড়াতে পারে।

Motorola Razr 60 Ultra: স্টাইলিশ ডুয়াল ডিসপ্লে নিয়ে বাজার কাঁপাতে আসছে!

আপনার কি মনে হয় শাওমির নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 15 Ultra বাজার কাঁপাতে পারবে? কমেন্টে জানান!