Xiaomi ক্রমাগত তাদের ফ্ল্যাগশিপ নাম্বার 16 সিরিজের জন্য শিরনামে রয়েছে। আগামী মাসে এই সিরিজের অধীনে Xiaomi 16 এবং Xiaomi 16 Pro ফোনদুটি লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে লঞ্চ ডেট জানানো হয়নি, এর আগেই সিরিজের ভ্যানিলা Xiaomi 16 5G মডেলের স্পেসিফিকেশন লিকের মাধ্যমে পাওয়া গেছে। এই বিষয়ে টিপস্টার যোগেশ ব্রার তথ্য জানিয়েছেন। লিক অনুযায়ী আপকামিং ফোনটি আপগ্রেডেড ফিচার সহ লঞ্চ করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 16 ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Xiaomi 16 ফোনটিতে 6.3 ইঞ্চির 1.5K LTPO ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm এর লেটেস্ট Snapdragon 8 Elite 2 বা Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর থাকতে পারে। এর ফলে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য Xiaomi 16 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50MP Omnivision প্রাইমারি সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP JN5 টেলিফটো লেন্স দেওয়া হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।
এই ফোনটি HyperOS 3 সহ লঞ্চ করা হতে পারে। সিকিউরিটির জন্য ফোনটিতে Ultrasonic Fingerprint সেন্সর থাকতে পারে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP68 এবং IP69 রেটিং যোগ করা হতে পারে।
আপকামিং Xiaomi 16 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ব্যাটারি। কারণ ফোনটিতে 7,000mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে এবং এটি দ্রুত চার্জ করার জন্য 100W ওয়্যার্ড ও 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে। অর্থাৎ ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিঙের ক্ষেত্রে ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।
Xiaomi 16 সিরিজ লঞ্চের পর বাজারে উপস্থিত Samsung Galaxy S25, Vivo X200 এবং iQOO 13 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে 7000mAh ব্যাটারি এবং 100W চার্জিং ও শক্তিশালী চিপসেটের দিক দিয়ে ফোনটি এগিয়ে থাকতে পারে। যারা বড় ব্যাটারি, হাই-এন্ড ক্যামেরা, পারফরমেন্স এবং লেটেস্ট প্রসেসর সহ ফোন খুঁজছেন, তাদের জন্য আপকামিং ফোনটি একটি দারুণ অপশন।
লিক হওয়া তথ্য সঠিক হলে আপকামিং Xiaomi 16 ফোনটি আগের মডেলের তুলনায় আপগ্রেড সহ লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত এই বিষয়ে সম্পূর্ণ সঠিক তথ্য জানার জন্য বেশ কয়েক দিন অপেক্ষা করতে হবে।
যারা আগামী মাসের মধ্যে নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই ফ্ল্যাগশিপ সিরিজের অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন তথ্য প্রকাশ্যে এলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।