বিনোদন ডেস্ক : অনুমান করা হচ্ছে রেডমি ‘কে’ সিরিজের ফোন রেডমি কে৫০এস প্রো ফোনে এই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। শাওমি সংস্থা ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর নিয়ে একটি ফোন লঞ্চের পরিকল্পনায় রয়েছে।
শোনা যাচ্ছে, শাওমি সংস্থা তাদের সাব-ব্র্যান্ড রেডমির একটি ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর যুক্ত করতে চলেছে। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগেই শোনা গিয়েছে যে মোটোরোলা সংস্থা ২০০ মেগাপিক্সেলের একটি ফোন লঞ্চ করবে। মোটো এক্স৩০ প্রো মডেলে এই ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অনেকে আবার এই ফোনের নাম মোটো এজ এক্স৩০ প্রো- ও বলছেন। Samsung ISOCELL HP1 ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। চিনে আবার আলাদা নামে লঞ্চ হবে এই ফোন, মোটো এজ এক্স৩০ প্রো। ২ অগস্ট এই ফোন চিনে লঞ্চ হতে পারে।
শাওমির কোন ফোনে অর্থাৎ রেডমির কোন মডেলে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে রেডমি ‘কে’ সিরিজের ফোন রেডমি কে৫০এস প্রো ফোনে এই ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকতে পারে। সম্ভবত এই ফোনেই শাওমি সংস্থা প্রথম ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর রাখতে চলেছে।
এই ফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে ১২০ ওয়ায়টের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকতে পারে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও থাকতে পারে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং স্টিরিও সাউন্ট এফেক্ট- সহ ডুয়াল স্পিকার। রেডমি কে৫০এস প্রো ফোনে একটি ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লেও থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এছাড়াও ডিসপ্লের উপর থাকতে পারে এইচডিআর১০+ সাপোর্ট। ভাল মানে ভিডিও দেখার ক্ষেত্রে এই ফিচার সহায়ক হবে। অ্যান্ড্রয়েড ১২ এবং MIUI 13- এর সাহায্যে পরিচালিত হতে পারে রেডমির এই ফোন। ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে রেডমি কে৫০এস প্রো ফোন।
ফোনের ব্যাক প্যানেল বা পিছনের অংশে অর্থাৎ রেয়ার ক্যামেরা সেটিংসে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।