বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বৃহস্পতিবার রাজধানীতে এক জমকালো আয়োজনে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।
দেশের এক নম্বর মোবাইল হ্যান্ডসেট ব্রান্ডের স্বীকৃতি পেয়েছে শাওমি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ১৬তম আসরে বিজয়ী তালিকায় উঠে এসেছে এ মোবাইল ব্র্যান্ডের নাম।
বছরের সেরা ব্র্যান্ড বাছাইয়ের অংশ হিসাবে একটি জরিপ পরিচালনা করে আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান এনসার্চ লিমিটেড। বাংলাদেশের আটটি বিভাগীয় শহর ও গ্রামীণ অঞ্চল মিলে মোট ১০ হাজার জনের ওপর পরিচালিত এ জরিপে ব্র্যান্ডের পরিচিতি, পছন্দ, সুপারিশ ও উদ্ভাবনের মতো বিষয়গুলো নিয়ে মতামত দিয়েছেন সমান সংখ্যক নারীপুরুষ।
বৃহস্পতিবার রাজধানীতে এক জমকালো আয়োজনে শাওমির পক্ষে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী।
পুরস্কার সম্পর্কে অনুভূতি প্রকাশ করে, শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “পণ্য ও সেবাগ্রহণের ক্ষেত্রে ফ্যানদের ভালোবাসাই শাওমিকে আজ এ জায়গায় নিয়ে এসেছে। শাওমি এমন একটি ব্র্যান্ড যারা পণ্য ও সেবাপ্রদানের মাধ্যমে গ্রাহকদের নতুন সম্ভাবনা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়।”
“এই পুরস্কার আমরা আমাদের লয়্যাল শাওমি ফ্যান ও পার্টনারদের উৎসর্গ করছি, যারা আমাদের যাত্রায় সবসময় পাশে ছিলেন।”
এ স্বীকৃতি ছাড়াও ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে শাওমি রেডমি ১৩সি বিশ্বের শীর্ষ ১০টি বিক্রিত স্মার্টফোনের মধ্যে স্থান করে নিয়েছে। সেইসঙ্গে শাওমির জনপ্রিয় রেডমি নোট সিরিজের নেক্সট জেনারেশন বাংলাদেশে উন্মোচিত হওয়ার কথা রয়েছে।
বিশাল অফারে কমমূল্যে বিক্রি হচ্ছে Realme 5G ফোন, থাকছে দুর্দান্ত যত ফিচার
বাংলাদেশে উপস্থিত দেশি ও আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোকে তুলে ধরা, অনুপ্রাণিত ও সম্মানিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের মাধ্যমে শুরু হয় বেষ্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের যাত্রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।