মে মাসের ৩১ তারিখে শাওমি স্মার্ট ব্যান্ড ৭ বাজারে রিলিজ হয়। এটি দেখতে খুবই স্টাইলিশ ও আকর্ষণীয়। উন্নত কোয়ালিটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। হেলথ ট্র্যাকিং ও জিপিএস সিস্টেম ইন্সটল করা হয়েছে। ব্যান্ডটির টেকসই ব্যাটারি লাইফ সবাইকে মুগ্ধ করেছে।
শাওমির তৈরি ব্যান্ডটির গ্লোবাল এডিশনে কোন এনএফসি সিস্টেম দেওয়া হয়নি। বাড়তি স্মার্ট ফিচার যোগ করার দরকার ছিলো। অন্য ব্র্যান্ডের তুলনায় বেশ ভালো দামে এটি কিনতে পাওয়া যাওয়ায় জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এবার অলওয়েজ অন ডিসপ্লের ফিচার রাখা হয়েছে।
চায়নাতে রিলিজ দেওয়ার চার মাস পর পশ্চিমা দেশের মার্কেটে এটি এভিলেবল হয়েছে। আগের মডেলের তুলনায় এটির হেলথ ট্র্যাকিং সিস্টেম এ আপগ্রেড আনা হয়েছে। ১.৬৪ ইঞ্চির ২,৫ডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। শাওমির এ ব্যান্ডে এবার বড় আকারের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
আগের মডেলের তুলনায় এ ব্যান্ডের সাইজ বড় রাথা হয়েছে। ২৪ ঘন্টা হার্ট মনিটর করা যায়। ঘুম, স্ট্রেস, এলার্ট এর তথ্য দেয় এটি। ডিভাইসটির অ্যাপ সার্ভিস প্রশংসার দাবি রাখে। এমনকি গ্লোবাল এডিশনে আলেক্সা ভয়েস এসিসট্যান্ট ব্যবহার করা সম্ভব হচ্ছে।
অভিযোগ আছে যে, ব্যান্ডটির Mi Fitness companion app আমেরিকায় কাজ করছে না। বিভিন্ন রঙে এটি বাজারে পাওয়া গেলেও সাদা কালারের ডিভাইসটি সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে। দৈনন্দিন জীবনে এ ফিটনেস ট্র্যাকার ডিভাইসটি সবসময় আপনার সঙ্গী হতে পারে।
এটির ওজন বেশি হলেও আপনি ভারী অনুভব করবেন না। ব্যবহার করার সময় প্রিমিয়াম ফিল পাওয়া যায়। বেজেল কম, স্ক্রিন রেজুলেশনও ভালো। ব্রাইটনেস ৫০০ নিট পর্যন্ত উঠানো সম্ভব। ভ্যানিলা ব্যান্ড ৭ থেকে ৭ প্রো মডেলের সাইজ ৫০ শতাংশ বড়।
শাওমির এ ব্যান্ডের দাম ভারতে ২৭০০ রুপি এবং বাংলাদেশের ৩৯০০ টাকা। কম দামে হাই কোয়ালিটির স্মার্ট ব্যান্ড প্রয়োজন হলে এটি আপনার জন্য উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।