ব্ল্যাক শার্ক ৫ আরএস পাওয়া যাবে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট

Xiaomi Black Shark 5 RS

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ব্ল্যাক শার্ক মোবাইল চলতি মাসে বেশ কয়েকটি মোবাইলের লঞ্চ করে ফেলেছে এর মধ্যে একটি হল ব্ল্যাক শার্ক ৫ আরএস। আজকে আমরা এই ফোনটি নিয়ে আলোচনা করব। ব্ল্যাক শার্ক ৫ আরএস একটি মিড বাজেটের ফোন হতে চলেছে শাওমি কোম্পানীটির।

Xiaomi Black Shark 5 RS

ব্ল্যাক শার্ক ৫ আরএস ফোনটিতে প্রায় সবরকম সুযোগ সুবিধা মিলবে। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক ব্ল্যাক শার্ক ৫ আরএস ফোনটির স্পেসিফিকেশন।

ডিসপ্লেঃ
ব্ল্যাক শার্ক ৫ আরএস মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৬৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে। এই ফোনটির স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৪০০ পিক্সেল। ব্ল্যাক শার্ক ৫ আরএস ফোনটির সাথে দেওয়া হয়েছে ১৪৪ হার্জ এর রিফ্রেশ রেট। এছাড়া এই ফোনটির পি পি আই ডেনিসিটি দেওয়া হয়েছে ৩৯৫।

বডিঃ
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। ডুয়েল সিম ব্যাবহার করা যাবে এই ফোনটিতে। এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.৭X৭৬.২X৯.৯ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ২২০ গ্রাম।

হার্ডওয়্যার:
ব্ল্যাক শার্ক ৫ আরএস ফোনটির চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮/৮৮৮+ ৫জি অক্টাকোর প্রসেসর। এছাড়া জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৬০।

ব্ল্যাক শার্ক ৫ আরএস ফোনটির সাথে দেওয়া হয়েছে ৮/১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া হয়েছে অ্যান্ড্রোয়িড ভার্সন ১২। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউএসবি ও টিজি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে।

এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। ব্ল্যাক শার্ক ৫ আরএস মোবাইলটির ব্যাটারীটি দেওয়া হয়েছে ৪,৫০০ মিলি অ্যাম্পিয়ার এর। এছাড়া ফোনটির সাথে দেওয়া হয়েছে ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং। হার্ডওয়্যার সেকশনটি এখানে খুব ভাল দেওয়া হয়েছে।

ক্যামেরাঃ
ব্ল্যাক শার্ক ৫ আরএস তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৬৪ মেগাপিক্সেলের ওয়াইড, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং অপরটি হবে ৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর।

বিয়ে করছেন পূজা, কষ্ট পাচ্ছেন শাকিব

এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ২০ মেগাপিক্সেলের একটি সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট এর সুবিধা।

মূল্যঃ
ব্ল্যাক শার্ক ৫ আর এস মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ৪৩,৯৬২ টাকা। কালো এবং হলুদ রং এ পাওয়া যাবে ফোনটি।