বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Xiaomi বাজারে তাদের নতুন AC নিয়ে হাজির হল। সেই লেটেস্ট এয়ার কন্ডিশনারের নাম Xiaomi Roufeng Air Conditioner। এই নতুন শাওমি এসি লঞ্চ করা হয়েছে সংস্থার Mijia ব্র্যান্ডিংয়ে। ১এইচপি ক্ষমতার এই এয়ার কন্ডিশনার মাত্র ৩০ সেকেন্ডে আপনার ঘর ঠান্ডা করে দেবে।
এই শাওমি রুফেং এয়ার কন্ডিশনারে রয়েছে ১৪টি সুইপিং ব্লেড এবং ৬০২টি বৃত্তাকার মাইক্রো-হোল। এই প্রযুক্তি ঠান্ডা বাতাসকে শরীরে আঘাত করা থেকে বাধা দেবে। ক্রাউডফান্ডিংয়ে এই এয়ার কন্ডিশনারের দাম প্রায় ২৭,৫০০ টাকা। রিটেল দোকানে যখন এই এয়ার কন্ডিশনারটি পাওয়া যাবে তখন তার দাম হবে প্রায় ৩২,০০০ টাকা। শাওমির এই এয়ার কন্ডিশনার কবে নাগাদ ভারতে লঞ্চ করা হবে,সে বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। Roufeng এসি প্রতি বছর প্রচুর পরিমাণে বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।
এটি একটি সম্পূর্ণ ডিসি ফ্রিকোয়েন্সি কম্প্রেসার,যা নতুনভাবে ডিজাইন করা এয়ার চ্যানেল যুক্ত। এয়ার কন্ডিশনারটি ১৬-২০ বর্গ মিটারের ঘরগুলিকে খুব দ্রুত ঠান্ডা করতে পারে । এয়ার কন্ডিশনারটি একই সঙ্গে তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারে। এই AC-র ইন্ডোর ও আউটডোর দুটি ইউনিটেই সেলফ-ক্লিয়ারিং বৈশিষ্ট্য রয়েছে,যা এসির রক্ষণাবেক্ষণকে আরও সহজ করে তোলে। এয়ার কন্ডিশনারটি Xiaomi স্মার্ট হোম ইন্টারকানেকশনকেও সাপোর্ট করে। এটি Xiao AI-র মাধ্যমে ভয়েস কন্ট্রোলকেও সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।