বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Xiaomi Civi 4 Pro ফোনটি বিশ্বের প্রথম Snapdragon 8s Gen 3 চিপসেট সহ লঞ্চ করা স্মার্টফোন। এই ফোনটি প্রথমে চীনে পেশ করা হয়েছে এবং এবার এই ফোনটি ভারতের বাজারেও আসতে চলেছে। শাওমি সিভি 4 প্রো স্মার্টফোনটি ভারতের বাজারে Xiaomi 14 Civi নামে সেল করা হবে বলে জানা গেছে।
গিজমোচায়না ওয়েবসাইট থেকে Xiaomi 14 Civi ফোনটি সম্পর্কে জানা গেছে। এই টেক ওয়েবসাইট Mi Code এ এই ফোনটি স্পট করেছে। রিপোর্ট অনুযায়ী চীনে এই ফোনটি শাওমি সিভি 4 প্রো নামে লঞ্চ করা হয়েছিল, তবে এবার ভারতে ফোনটিকে শাওমি 14 সিভি নামে লঞ্চ করা হবে। চলুন জেনে নেওয়া যাক ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে।
Xiaomi Civi 4 Pro এর স্পেসিফিকেশন : ফ্রন্ট ক্যামেরা: কোম্পানি Xiaomi Civi 4 Pro ফোনে দুটি সেলফি ক্যামেরা যোগ করেছে। এতে 32 মেগাপিক্সেল 78° beauty mirror lens প্রাইমারি সেন্সর রয়েছে। এই সেন্সর 26mm focal length, f/2.0 aperture, 1.6μm pixels, 2X portrait close-up সাপোর্ট করে।
ব্যাক ক্যামেরা: ফ্রন্ট প্যানেলের সেকেন্ডারি সেন্সরটি 100° fov ও f/2.4 aperture সহ EIS সাপোর্টেড 32 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। Xiaomi Civi 4 Pro ফোনের সেলফি ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং, slow motion, Portrait mode এবং AI smart beauty ফিচার সাপোর্ট করে।
ডিসপ্লে: Xiaomi Civi 4 Pro ফোনে 2750 x 1236 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.55 ইঞ্চির এমোলেড প্যানেল যোগ করা হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট এবং 3000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে, এর সঙ্গে এই স্ক্রিনে সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 দেওয়া হয়েছে।
প্রসেসর: এই ফত্নি বিশ্বের প্রথম কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 অক্টাকোর প্রসেসর সহ স্মার্টফোন। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.0 গিগাহার্টস ক্লক স্পীডে কাজ করে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সহ 4,700 এমএএইচ ব্যাটারি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।