শাওমি চলতি বছরে ফোল্ডেবল স্মার্টফোন Mi Mix Fold নিয়ে আসতেছে মার্কেটে। এই ফোনটি Samsung Galaxy Z Fold ফোনকে টেক্কা দিতে চীনের বাজারে লঞ্চ করেছে। শাওমির এই ফোনের উত্তরসূরী হিসেবে Mi Mix Fold 2 ফোনটি আগামি বছরের মাঝামাঝিতে লঞ্জ করবে বলে তথ্য পাওয়া গেছে।
এদিকে শাওমি আরও একটি ফোল্ডেবল ফোনের পেটেন্ট প্রকাশ করেছে যার ডিজাইন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে। ফোনটি ফ্লিপ ফোন হবে যা Samsung Galaxy প্রতিদ্বন্দ্বী হবে বলে সবাই মনে করছেন। CNIPA -এর সাইটে নতুন Xaiomi Flip ফোনের পেটেন্ট দেখতে পাওয়া গেছে।
চায়না ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাডমিনিস্ট্রেশনে (CNIPA) তে আপকামিং শাওমি ফ্লিপ ফোনটির পেটেন্ট করা হয়েছে। এর অ্যাপ্লিকেশন নাম্বার হলো 2020301357510। যদিও, এখনো শাওমি ফ্লিপ ফোল্ডেবল ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি, তবে পেটেন্ট করা ছবিগুলো অনলাইনে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। যার সাথে মিল আছে কয়েক মাস আগে শাওমি দ্বারা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনের (WIPO) কাছে দাখিল করা একটি ফোল্ডেবল ফোনের পেটেন্টের।
ছবি দেখে বুঝা যাচ্ছে, শাওমি ফ্লিপ ফোনে Samsung Galaxy Z Flip 3 ফোনের মতো ফোল্ডিং প্রযুক্তি থাকতে পারে। যখন ফোনটিকে খোলা হবে এটির লম্বা আকারটি দেখা যেতে পারে এবং যখন বন্ধ করা হবে তখন এটি ছোট বর্গাকার ধারণ করবে। যদিও এই ফোনের ক্ল্যামশেল মেকানিজমটি Samsung Galaxy Z Flip 3 ফোনের মতই, তবে ফোনের রিয়ার ডিজাইনটি কমপ্লিটলি অন্যরকম।
শাওমি ফ্লিপ স্মার্টফোনে ডুয়েল-ক্যামেরা সিস্টেম সহ একটি অনুভূমিক ক্যামেরা মডিউল থাকতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ধারনা করা হচ্ছে Samsung Galaxy Z Flip 3 ফোনের কভার ডিসপ্লের মতো ফোনটির পিছনে একটি সেকেন্ডারি ডিসপ্লে থাকতে পারে।
পেটেন্টের তথ্য থেকে বুঝা যাচ্ছে, Xiaomi Flip ফোনে পাঞ্চ-হোল ডিসপ্লে থাকতে পারে। এর কাট-আউটটি ডিসপ্লের উপরিভাগে বাম দিকে থাকতে পারে এবং ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ থাকতে পারে। এই ফোনের ডান দিকে ভলিউম রকার ও পাওয়ার বোতামটি থাকতে পারে। এছাড়া, শাওমি ফ্লিপ ফোনের নিচের দিকে USB টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল এবং সিম-কার্ড ট্রে দেখা যেতে পারে৷
ছবিগুলো ছাড়া বিস্তারত তথ্য পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ডিভাইসটি সম্পর্কে ভালো কিছু তথ্য পাওয়া যাবে। শাওমির বহুল প্রত্যাশিত Mix Fold 2 ফোনের কাছাকাছি সময়ে Xiaomi Flip ফোনটিও আগামী বছর বাজারে আসবে বলে ধারণা করা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।