বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফিচারে আইফোনকে টেক্কা দেবে বাজারে আসা শাওমির নতুন ফোন। যার মডেলে শাওমি ১৩ প্রো। তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরাসহ ১২০ ওয়াটের ফাস্ট চার্জি সুবিধা থাকছে নতুন এই ফোনে। শাওমির দাবি, প্রিমিয়াম ফ্ল্যাগশিপের এই ফোনের ফিচার আইফোনকেও টেক্কা দেবে।
শাওমির নতুন ফোনের রিয়ার ক্যামেরায় রয়েছে লেইকার লেন্স। অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্টের ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল ফ্লোটিং টেলিফটো লেন্স এবং ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। ফোনের পেছনে সব মিলিয়ে ১৫০ মেগাপিক্সেল লেন্স ব্যবহৃত হয়েছে। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
এতে থাকছে ৬.৭৩ ইঞ্চি ওলিড টুকে ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। আছে ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট।
নতুন এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ প্রসেসর। গুগলের অ্যান্ড্রয়েড ১৩ চালিত এই ফোনে রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ।
রয়েছে ৪,৮২০ এমএএইচ ব্যাটারি। ১২০ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সঙ্গে রয়েছে ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।
ফোনের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮৯৯ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯২ হাজার টাকা।
একবার চার্জেই টানা ১৮ ঘণ্টা ভিডিও দেখা যাবে এই স্মার্টফোনে, দামেও সস্তা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।