এ মাসের ৪ তারিখে শাওমি তাদের Mi 12S Ultra স্মার্টফোনটি বাজারে রিলিজ করে। অনেকে মনে করছেন এই স্মার্টফোনটি মোবাইল ফোনের ইতিহাসে সবথেকে পাওয়ারফুল ক্যামেরা ফোন হিসেবে সবার সামনে এসেছে। এমনকি কোম্পানিটি লাইকা এবং সনির মত জনপ্রিয় ব্র্যান্ডের সহযোগিতা নিয়েছে। তবে আপনার জন্য Mi 12S Ultra নিয়ে বেশ কিছু খারাপ সংবাদ অপেক্ষা করছে।
শাওমি সিদ্ধান্ত নিয়েছে যে এ ফোনটি চায়নার বাইরে সেল করা হবে না। শাওমি স্মার্টফোনের পেছনে অনেক অর্থ খরচ করেছে এবং অনেক শ্রম দিয়েছে। এজন্য কেউ ভাবতেও পারেনি যে শুধুমাত্র একটি দেশে বিক্রি করার জন্যই তারা এত পরিশ্রম করেছে। আপনি এখন এটিকে চায়না এক্সক্লুসিভ ফোন বলতেই পারেন।
শাওমি এর আগেও অনেক ডিভাইসের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। কর্তৃপক্ষের এ ধরনের আচরণ সারা বিশ্ব জুড়ে কাস্টমারদের অসন্তুষ্ট করেছে। এর আগে যেসব স্মার্টফোন চায়না এক্সক্লুসিভ হিসেবে বাজারে এসেছে তাদের তালিকায় এখন Mi 12S Ultra হ্যান্ডসেটের নাম যুক্ত হলো। চায়নার বাহিরে যেসব কাস্টোমার অধীর আগ্রহে এই স্মার্টফোনের জন্য অপেক্ষা করেছিল তাদের এখন হতাশ হতে হবে।
এই স্মার্টফোনে সনি IMX 989 সেন্সর ব্যবহার করা হয়েছে যা খুবই শক্তিশালী। মেইন ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল। ছবি যাতে খুবই সুন্দর আসে সেটা নিশ্চিত করবে সনির এই লেন্সটি। অ্যাপাচার সাইজ হবে f1.9। পিক্সেল সাইজ হচ্ছে ৩.২ মাইক্রোমিটার।
এক কথায় বলতে গেলে শাওমির এই স্মার্টফোনটি লো লাইট পরিবেশে অসাধারণ ছবি তুলতে সক্ষম। এই স্মার্টফোনের পেছনে শাওমি এবং সনি একসাথে কাজ করেছে। এমনটি হতে পারে যে এখন এটি চায়না এক্সক্লুসিভ হিসেবে বাজারে এসেছে তবে এটির নতুন সাব-ব্র্যান্ড হয়তো বিশ্বব্যাপী রিলিজ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।