Xiaomi গ্রাহকদের জন্য ফোল্ডিং স্ক্রিন হ্যান্ডসেট রিলিজ করতে যাচ্ছে। এর আগে হুয়াওয়ে, স্যামসাং এবং মটোরোলা ফোল্ডিং স্মার্টফোন বাজারে ছাড়ে। শাওমি অনেক আগ থেকেই তাদের ফোল্ডিং মোবাইল নিয়ে প্রচারণা চালাচ্ছে ও ক্রেতারাও এ নিয়ে অনেক কৌতূহল প্রকাশ করেছে। MIX Fold 2 রিলিজ হওয়ার মাধ্যমে ফোল্ডিং সেট নির্মাতাদের তালিকায় নিজের নাম লেখালো শাওমি।
Liquid Lens এর মতো অনেক উদ্ভাবনী প্রযুক্তি এ মডেলে ব্যবহার করা হয়েছে। স্পষ্ট ও নান্দনিক ছবি তোলার জন্য এই লেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শাওমির এ মডেল দামে ক্রেতাদের নাগালের মধ্যে থাকলেও এর পারফরম্যান্স নিয়ে অসন্তোষ রয়েছে। স্যামসাং এর মতো ফোল্ডিং পারফরম্যান্স নিখুঁত না হওয়ার কারণে ব্যবহারকারী এই স্মার্টফোন এর কর্মক্ষমতা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন।
এর আগে শাওমি কখনো ভাঁজযুক্ত স্মার্টোফোন বের করেনি। এবারই শাওমি এ ধরনের প্রচেষ্টা করেছে। । তবে স্যামসাং অনেক সময় নিয়েছে ফোল্ড করা যায় এরকম মোবাইল বাজারে বের করতে। কারণ ফোল্ডিং পারফরম্যান্স নিখুঁত না হলে ক্রেতারা সন্তুষ্ট হবে না। তবে হুয়াওয়ে ও স্যামসাং এর মতো কোম্পানি গবেষণা করে এ জায়গায় আরও উন্ননি করেছে । তবে শাওমি এখানেই থেকে থাকবে না। তারা আরও ভাঁজযোগ্য স্মার্টফোন নিয়ে কাজ করছে যাতে পারফরম্যান্স নিখুঁত হয়।
শাওমি ২০১৮ সাল থেকে ভাঁজ করা যায় এ ধরনের মোবাইল নিয়ে গবেষণা চালিয়ে যায়। কোম্পানিটি মডেল U1 নামে একটি Concept Phone রিলিজ করে। এর ফিচার কী হবে তা আগ্রহী ক্রেতাদের জানানো হয়েছিলো।
শাওমিরর ডিভাইসে একটি বড় সমস্যা হলো ভাঁজ করা ও নরমাল মোড ব্যবহার করার ২টি পদ্ধতি ধীরগতিতে কাজ করে। এ সমস্যার সমাধানে শাওমি আপডেট নিয়ে আসবে বলে জানিয়েছে।
শাওমি আরও ৪ বছর আগেই ফোল্ড করা যায় এমন ফিচার নিয়ে আসতে চেয়েছিলো। কিন্তু Android 12 সিস্টেম ভাঁজপদ্ধতির ইন্টারফেসের সাথে সামঞ্চস্যপূর্ণ বিধায় শাওমি অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। MIX Fold 2 মডেল এ ১ম দিন থেকেই ব্যবহারকারীরা Android 12.1 সিস্টেম ব্যবহার করতে পারবে।
শাওমি তাদের ডিভাইসে বড় আকারের ডিসপ্লে ব্যবহার করতে যাচ্ছে। মূল ফোনের ডিসপ্লে হবে ৮ ইঞ্চি ও তাদের আই প্যাডের সাইজ হবে ৮.৩ ইঞ্চি। তবে শাওমি ভবিষ্যৎ এ আরও উন্নত সংস্করণ নিয়ে আসতে বদ্ধপরিকর। ৬০ হার্জ এর রিফেশ রেট হলেও পরে উচ্চতর রিফ্রেশ রেটের মোবাইল নিয়ে আসবে শাওমি। শক্তিশালী কোয়ালকাম স্ন্যাপড্রাগনের প্রসেসর এই স্মার্টোফোনে ব্যবহার করা হবে। এই বছরের জুনে এটি চায়নায় রিলিজ পেতে যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।