শাওমি যখন গত বছর প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Mi Mix Fold করেছিল তখন কাস্টমারদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছিল। তবে ওই ডিভাইসটি স্যামসাং থেকে কোন জায়গায় পিছিয়ে ছিল না। তবে স্যামসাং একটি পারফেক্ট ফোল্ডেবল স্মার্টফোন বানাতে যথেষ্ট সময় নিয়েছে যা শাওমি খুব দ্রুত করে দেখাতে পেরেছে।
এত প্রচেষ্টার পরেও Galaxy Z Fold 4 নিয়ে মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে এটির বডি এবং বাইরের ডিজাইন নিয়ে। স্যামসাং এর সাথে পাল্লা দিতে শাওমির ডিভাইসটি বাজারে লঞ্চ করা হয়েছে। এই হ্যান্ডসেটের নানা ফিচার প্রশংসার দাবি রাখে।
Galaxy Z Fold 4 খারাপ স্মার্টফোন সেটা বলা যাবে না। প্রাইস, বডি, ডিজাইন ইত্যাদি অনেক ক্ষেত্রেই এটি শাওমি এবং হুয়াওয়ে থেকে কিছুটা পিছিয়ে আছে।
শাওমির ফোল্ডেবল ডিভাইসটি বেশ হালকা পাতলা এবং ওজন মাত্র ২৬২ গ্রাম। স্যামসাং এর ফোল্ডেবল হ্যান্ডসেট পুরোপুরি ভাঁজ করা যায় না। কিন্তু শাওমিতে তে তা সম্ভব হচ্ছে।
একটি বাস্তবভিত্তিক ফোল্ডেবল স্মার্টফোন যেমন হওয়ার কথা শাওমির Mix Fold 2 এর মধ্যে তা উপস্থিত আছে। সে ধরনের ফর্ম ফ্যাক্টর তারা বজায় রাখতে সক্ষম হয়েছে।
শাওমির স্মার্টফোনে লাইকা ব্র্যান্ডের তিনটি ক্যামেরা লেন্স অবস্থিত। এদের মাল্টির টাস্কিং সক্ষমতা প্রশংসার দাবি রাখে। Galaxy Z Fold 4 থেকেও এটির ব্যাটারি বেশ শক্তিশালী।
শাওমির ফোল্ডেবল চায়নার বাইরে রিলিজ হওয়ার সম্ভাবনা কম। এজন্য স্যামসাংয়ের একক রাজত্বের পথে এটি হয়তো কোন বাধা হয়ে দাঁড়াবে না। তবে Mix Fold 2 ভালো দামে বিক্রি হচ্ছে বলেই চায়নার বাইরের কাস্টমাররা এটি হাতে পেতে চেয়েছিল। কেননা স্যামসাং এর ফোল্ডেবল স্মার্টফোনের দাম বেশ চওড়া।
আসলে এ স্মার্টফোনের মার্কেটে Mix Fold 2 এর ডিজাইনের হ্যান্ডসেট খুবই দরকার ছিল। স্মার্টফোন ইনোভেশন এর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।