সদ্য রিলিজ হওয়া Samsung Galaxy Z Fold 4 এবং Z Flip 4 স্মার্টফোন নিয়ে ইন্টারনেটে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে। তবে তাদের দাম আকাশছোঁয়া হওয়ায় অনেক আগ্রহী ক্রেতাদের নাগালের বাইরে থাকবে স্যামসাং-এর এই দুইটি ভাজ্যযোগ্য স্মার্টফোন।
Samsung Galaxy Z Fold 4 স্মার্টফোনের বর্তমান দাম বাংলাদেশে এক লক্ষ ৬০ হাজার টাকা এবং ভারতে এক লক্ষ ৪২ হাজার রুপি। আর স্যামসাং এর ফ্লিপ স্মার্টফোনটির দাম বাংলাদেশে ৯৪ হাজার টাকা এবং ভারতে ৮০ হাজার রুপি।
এরকম চওড়া দাম দিয়ে অনেক ক্রেতাদের পক্ষে স্যামসাং এর ভাজযোগ্য স্মার্টফোন কেনা সম্ভব নয়। তাদের জন্য শাওমির মিক্স ফোল্ড টু ফোল্ডেবল স্মার্টফোনটি বেস্ট অপশন হতে পারে।
শাওমির আগের ফোল্ডেবল স্মার্টফোন থেকে এখানে অনেক সেকশনে নতুন ফিচার যোগ করা হয়েছে। প্রসেসর হিসেবে এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান। পাশাপাশি ৬৭ ওয়াট চার্জিং সক্ষমতা এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। শাওমির ফোনে এমোলেড প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
MIUI এর কাস্টম অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যা এন্ড্রয়েড ১২ এর উপর ভিত্তি করে পরিচালিত হবে। স্যামসাং এর Z Fold 4 হ্যান্ডসেট এর মতই এখানেও টাস্কবার এবং মাল্টি-উইন্ডো এর ফিচার থাকবে।
ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে স্যামসাং থেকে এটি বেশ পাতলা। ওজনও তুলনামূলকভাবে কম। আপনি স্মার্টফোনটি এক লক্ষ ২১ হাজার টাকার মধ্যে বাংলাদেশে পেয়ে যাবেন। ভারতে এর দাম এক লাখ রুপির মত হবে।
তবে এটি চায়নার বাইরের মার্কেটে রিলিজ করা হবে কিনা সেটা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে স্মার্টফোনটি ইউরোপের বাজারে উন্মুক্ত করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।