বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি তাদের প্রিমিয়ম ফোল্ড এবং ফ্লিপ স্মার্টফোন নিয়ে কাজ করছে। কোম্পানি এই বছরের শেষের দিকে চীনে Xiaomi MIX Fold 4 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে বলে জানা গেছে। লঞ্চের আগেই আপকামিং ফোনটি 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এই ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি রয়েছে বলে শোনা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং সম্পর্কে।
Xiaomi MIX Fold 4 এর 3C সার্টিফিকেশন লিস্টিং :
3C সার্টিফিকেশন ডেটাবেসে মাই স্মার্ট প্রাইস আপকামিং Xiaomi স্মার্টফোনটি 24072PX77C মডেল নাম্বার সহ স্পট করেছে। লিস্টিং অনুযায়ী এই আপকামিং ফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি দেওয়া হবে বলে জানা গেছে। তাই এই ফোনটি Xiaomi MIX Fold 4 হতে পারে বলে আশা করা হচ্ছে।
প্রকাশ্যে আসা ডিটেইলস অনুযায়ী Xiaomi MIX Fold 4 ফোনে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। 3C সার্টিফিকেশন সাইটে টেস্টিঙের জন্য MDY-15-EQ মডেল নাম্বার সহ চার্জার ব্যাবহার করা হয়েছে এবং এটি 15W (5V/3A) এবং 67W (20V/3.25A) ফাস্ট চার্জিঙের।
এই লিস্টিঙের মাধ্যমে এই আপকামিং ফোনের মডেল নাম্বার এবং ব্যাটারি চার্জিং ছাড়া আর অন্যান্য কোনো ফিচার সম্পর্কে জানা যায়নি।
Xiaomi MIX Fold 4 এর সম্ভাব্য স্পেসিফিকেশন :
গত মাসে প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Xiaomi MIX Fold 4 স্মার্টফোনটি বর্তমানে সবচেয়ে পাতলা HONOR Magic V2 ফোনের থেকেও পাতলা হবে বলে জানা গেছে। এই আপকামিং Xiaomi MIX Fold 4 ফোনটি সবচেয়ে পাতলা ফোন হতে চলেছে বলে আশা করা হচ্ছে। Xiaomi MIX Fold 4 ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর সহ পেশ করা হবে বলে জানা গেছে।
একসঙ্গে ৬ বউ রাখতে ব্যর্থ রাজিবুল, ২ জনকে তালাক দেয়ার সিদ্ধান্ত
এই ফোনে 1/1.55-ইঞ্চির সেন্সর সাইজ এবং অপ্টিকল ইমেজ স্টেবলাইজেশন সহ 50MP রেয়ার ক্যামেরা দেওয়া হতে পারে। ছাড়াও এই ফোনে 60MP 2x টেলিফটো ক্যামেরা, 12MP আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং 10MP 5x পেরিস্কোপ ক্যামেরা যোগ করা হতে পারে। Xiaomi MIX Fold 4 স্মার্টফোনটি কোম্পানির IP রেটিং সহ প্রথম ফোল্ডেবল ফোন হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।