Xiaomi Notebook Pro 120G কি অ্যাপল ম্যাকবুকের যোগ্য প্রতিদ্বন্দী হতে পারবে?

Xiaomi Notebook Pro 120G

Xiaomi Notebook Pro 120G নোটবুকটি ৩০ আগস্ট মার্কেটে রিলিজ করা হয়। একটি প্রিমিয়াম নোটবুকে যা যা ফিচার থাকা উচিত তার সবকিছুই এখানে উপস্থিত। অ্যালুমিনিয়ামের বডি, ১২০ হার্জ রিফ্রেশ রেট, হাই রেজুলেশন এর ডিসপ্ল; এসব ফিচার এ নোটবুকে দেওয়া হয়েছে।

Xiaomi Notebook Pro 120G

শাওমির এ নোটবুকের ডিজাইন খুবই আকর্ষণীয়। কালার দেখতে খুব চমৎকার এবং ব্যাকলিট কি-বোর্ড এর ফিচার রয়েছে। অত্যাধুনিক লেভেল এর কুলিং সিস্টেম রয়েছে।

নোটবুকের ওজন মাত্র ১.৪ কেজি। এটির ওজন বেশ হালকা হওয়ায় সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করা সম্ভব।

নোটবুকের মধ্যে ১২০ হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটির রেজুলেশন ২৫০০*১৬০০। ডিসপ্লের কালার  Accurate ও  SRGB এর ফিচার রয়েছে।

৮ কোর ও ১২ থ্রেডের ইন্টেল কোর আই ফাইভ এর প্রসেসর নোটবুকে ব্যবহার করা হয়েছে। ৫২০০ মেগাহার্জ স্পিডের ১৬ জিবি র‍্যাম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ৫১২ জিবি NVME SSD এর স্টোরেজ রয়েছে। পাশাপাশি আপনি চাইলে অতিরিক্ত স্টোরেজের জন্য M.2 SSD ব্যবহার করতে পারবেন যা একটি ভালো অপশন।

Nvidia এর MX550 গ্রাফিকস কার্ড ব্যবহার করা হয়েছে। একটু পুরোনো টাইটেলের গেমস ভালোভাবেই চলবে। নতুন বের হওয়া গেমস এ নোটবুকে খেলতে হলে একটু সমস্যার সম্মুখীন হতে হবে।

শাওমির এ নোটবুকের একটি উল্লেখযোগ্য ফিচার হচ্ছে অতিরিক্ত চাপের মধ্যে ফ্যানের কোন শব্দ হবে না। শাওমির নোটবুকে ৫৬ ওয়াট এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। শতভাগ চার্জ হলে একটানা ৯ ঘন্টা নোটবুকটি ব্যবহার করতে পারবেন।

শাওমি দাবি করছে যে আধা ঘন্টার মধ্যে নোটবুকের ব্যাটারি 35% পর্যন্ত চার্জ করে ফেলতে পারবেন। USB-C টাইপ চার্জিং সিস্টেম ব্যবহার করার ফিচার রয়েছে।

ভারতের বাজারে ৭৫ হাজার রুপিতে নোটবুকটি আপনি পেয়ে যাবেন। বাংলাদেশের এটার দাম হবে ৯০ হাজার টাকা। অ্যাপল ম্যাকবুকের দাম অনেক বেশি। সবার পক্ষে ক্রয় করা সম্ভব নয়। কিন্তু প্রায় একই মানের ফিচার নিয়ে শাওমির এ নোটবুক মাঝারি বাজেটের ক্রেতাদের মন জয় করতে পারবে বলে মনে হচ্ছে।