Xiaomi তার জনপ্রিয় Redmi সিরিজে নতুন স্মার্টফোন Redmi 15 5G আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। চীনে গত সপ্তাহে এই ফোনটি প্রথম প্রকাশ পায়। এটি মিড-রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা নিয়ে এসেছে।
এই ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিশাল 7000mAh সাইজের ব্যাটারি। Xiaomi দাবি করছে, এই ফোনটি সাধারণ ব্যবহারে দুই দিন পর্যন্ত চার্জ ধরে রাখতে সক্ষম। ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় দ্রুত চার্জ করা যাবে।
ফোনটিতে Qualcomm Snapdragon 6s Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি 6nm প্রসেস টেকনোলজিতে বানানো। এই চিপসেটটি এনার্জি এফিশিয়েন্সি এবং গেমিং পারফরম্যান্সের জন্য ডিজাইন করা হয়েছে।
Redmi 15 5G এ Android 15 অপারেটিং সিস্টেম দিয়ে আসবে। এটি Xiaomi এর হাইপারOS 2.2 ইউজার ইন্টারফেস দিয়ে কাস্টমাইজড। ইউজাররা লেটেস্ট Android ফিচার এবং সিকিউরিটি আপডেট পাবেন।
ফোনটিতে 6.90 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটির রিফ্রেশ রেট 144Hz। এটি FHD+ রেজোলিউশন সাপোর্ট করে। ব্রাইটনেস লেভেল 850 নিটস পর্যন্ত হয়।
ক্যামেরা সেটআপের কথা বললে, পিছনে 50MP এর প্রাইমারি সেন্সর রয়েছে। সামনের ক্যামেরার রেজোলিউশন 8MP। ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে 1080p রেজোলিউশন পর্যন্ত সাপোর্ট করে।
7000mAh ক্ষমতার ব্যাটারিটি এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট। এটি 33W ফাস্ট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। আরও আছে 18W রিভার্স ওয়্যারড চার্জিং ফিচার।
রিভার্স চার্জিং এর মাধ্যমে ইউজাররা অন্য ডিভাইস চার্জ করতে পারবেন। এটি একটি ইউনিক ফিচার এই প্রাইস রেঞ্জে। ভ্রমণ বা জরুরি অবস্থায় খুবই কাজে আসবে।
Redmi 15 5G চীনে ১৪০০ ইউয়ান (প্রায় ১৮,০০০ টাকা) দামে বিক্রি শুরু হয়েছে। গ্লোবাল মার্কেটে শীঘ্রই লঞ্চ expected। ভারত এবং বাংলাদেশে আগামী মাসে আসতে পারে।
Xiaomi তাদের Redmi সিরিজের ফোনগুলো competitive প্রাইসে release করে। বাংলাদেশে দাম ২০,০০০ টাকার around হতে পারে। Official launch এ confirmation হবে।
Redmi 15 5G মিড-রেঞ্জ ব্যবহারকারীদের জন্য একটি excellent choice হতে যাচ্ছে। বড় ব্যাটারি, smooth performance এবং reasonable price point একে attractive করে তুলেছে। Xiaomi আবারও প্রমাণ করলো quality smartphone কম খরচেও পাওয়া সম্ভব।
Get the latest News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram , subscribe to our YouTube channel and Read Breaking News. For any inquiries, contact: [email protected]