Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home শাওমি রেডমি ১৫সি লঞ্চ: ৬.৯ ইঞ্চি ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন
    প্রযুক্তি ডেস্ক
    Mobile প্রযুক্তি

    শাওমি রেডমি ১৫সি লঞ্চ: ৬.৯ ইঞ্চি ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সঙ্গে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন

    প্রযুক্তি ডেস্কMynul Islam NadimSeptember 2, 20253 Mins Read
    Advertisement

    ‘সময় এখন আমার’ ট্যাগলাইনের সাথে দেশের বাজারে নতুন স্মার্টফোন নিয়ে এসেছে শাওমি। ৬.৯ ইঞ্চির ইমার্সিভ ডিসপ্লে ও দীর্ঘস্থায়ী ব্যাটারি সক্ষমতার সুবিধাসমৃদ্ধ শাওমি রেডমি ১৫সি ফোনটি পাওয়া যাচ্ছে বাজেটের মধ্যেই। শাওমি’র তরফ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ফোন সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

    শাওমি রেডমি ১৫সি

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, শাওমি রেডমি ১৫সি স্মার্টফোনে আছে ৬ দশমিক ৯ ইঞ্চি’র ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট- যা ডিজিটাল কনটেন্ট উপভোগ করার ক্ষেত্রে বেশ সহায়ক হবে।

    অর্থাৎ, গ্রাহকরা এই ডিভাইসটি দিয়ে যেকোনো কনটেন্ট, ভিডিও দেখা, কিংবা অ্যান্ড্রয়েড গেম উপভোগ করতে পারবেন পরিষ্কার ও মসৃণভাবে। উল্লেখ্য, এই সেগমেন্টের ফোনগুলোর মধ্যে শাওমি রেডমি ১৫সি সবচেয়ে বড় ডিসপ্লে অফার করছে।

    এছাড়া সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে বাড়ানোর বা কমানোর সুযোগ আছে শাওমি’র এই ফোনটিতে। ফলে ব্যবহারকারীদের চোখের জন্যেও উপকারী হবে বলেই দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

    ডিসপ্লেতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে ডিভাইসটির আছে আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ডের তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির সার্টিফিকেট (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি)।

    শাওমি রেডমি ১৫সি স্মার্টফোনের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ। দ্রুততম সময়ে (ফাস্ট) চার্জিং সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৬ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। ফলে একবার চার্জ দিয়েই দীর্ঘসময় ফোনটি ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

    এছাড়া ৩৩ ওয়াটের টার্বো চার্জারের কল্যাণে স্মার্টফোনটির ব্যাটারি শূন্য শতাংশ থেকে ফুল ৫০% হতে সময় নেবে মাত্র ৩১ মিনিট। ১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ফোনটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে। উন্নত মানের চিপসেট ব্যবহার করায় ফোনটি তুলনামূলক কম গরম হয়ে থাকে।

    ফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। দিনের আলোর পাশাপাশি রাতের অন্ধকারেও স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে এর ক্যামেরা দিয়ে। এছাড়া ব্যবহারকারীরা ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে চমৎকার সব নিজস্বী (সেলফি) ধারণ করতে পারবেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে শাওমি।

    শাওমি’র এই ফোনটিতে প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক-এর হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর। এর ফলে দৈনন্দিন ব্যবহারে মসৃণ ও দ্রুতগতির পারফরম্যান্স পাবেন গ্রাহকরা, এমনটাই দাবি নির্মাতাদের।

    রেডমি ১৫সি স্মার্টফোনে আরও আছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। ফলে নিরাপত্তা রক্ষা করে দ্রুততম সময়ে সহজেই ফোনের লক খুলতে পারবেন গ্রাহক। এছাড়া পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং, ফলে যেকোনো আবহাওয়ায় ডিভাইসটি ব্যবহার উপযোগী।

    শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে শাওমি রেডমি ১৪সি বাজারে আনার পর শাওমি ফ্যানদের থেকে বিপুল সাড়া পাই।

    তারই ধারাবাহিকতায় বাজারে আরও উন্নত ডিজাইনে, আধুনিক প্রযুক্তিতে শাওমি রেডমি ১৫সি এনেছি আমরা। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিসপ্লের এই স্মার্টফোনটি বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে বলে আমরা মনে করি।’

    পাতলা, হালকা ও নান্দনিক ডিজাইনের শাওমি রেডমি ১৫সি স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে তিনটি ভিন্ন রঙে- মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যাম- এই দুটি ভ্যারিয়েন্টে দেশজুড়ে শাওমি’র সকল অফিশিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে ফোনটি। দাম যথাক্রমে ১৪,৯৯৯ ও ১৭,৪৯৯ টাকা।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ১৫সি ৬.৯ Mobile ইঞ্চি ডিসপ্লে দীর্ঘস্থায়ী প্রযুক্তি ফ্রেন্ডলি বাজেট ব্যাটারির রেডমি লঞ্চ শাওমি শাওমি রেডমি ১৫সি সঙ্গে স্মার্টফোন
    Related Posts
    Oppo-Smartphone

    ২০ হাজার টাকার মধ্যে Oppo-এর সেরা ৫টি স্মার্টফোন

    October 16, 2025
    চ্যাটজিপিটি

    আপনার হয়ে কেনাকাটাও করে দেবে চ্যাটজিপিটি

    October 16, 2025
    স্মার্টওয়াচ

    একবার চার্জে ৩৩ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিবে এই স্মার্টওয়াচে

    October 16, 2025
    সর্বশেষ খবর
    Oppo-Smartphone

    ২০ হাজার টাকার মধ্যে Oppo-এর সেরা ৫টি স্মার্টফোন

    চ্যাটজিপিটি

    আপনার হয়ে কেনাকাটাও করে দেবে চ্যাটজিপিটি

    স্মার্টওয়াচ

    একবার চার্জে ৩৩ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ দিবে এই স্মার্টওয়াচে

    Gaming Smartphone

    স্মার্টফোনের কার্যক্ষমতা ভালো রাখার ৭টি উপায়

    ওপেনএআই

    ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম নিজস্ব এআই চিপ বানাচ্ছে ওপেনএআই

    গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ড

    গুগল পিক্সেল ১০ প্রো ফোল্ডের ব্যাটারিতে আগুন, জেরিআরিগএভরিথিংয়ের পরীক্ষায় ধরা পড়েছে

    ওয়ানপ্লাস ১৫

    ওয়ানপ্লাস ১৫ লঞ্চ: 165Hz ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ সহ যা জানা গেছে

    T-Mobile লেট ফি

    T-Mobile গ্রাহকদের জন্য বড় সংবাদ: লেট ফি বাড়ল ৪০ শতাংশ

    এআই চিপ

    বাজারে আসছে ওপেনএআই-এর নিজস্ব এআই চিপ

    Phones

    ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫টি স্মার্টফোন

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.