বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী কিছু দিনের মধ্যে শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের A3 সিরিজের পরিধি বাড়াতে পারে। এই সিরিজের অধীনে ভারত সহ গ্লোবাল মার্কেটে Redmi A3x স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
এবার এই ফোনটি লঞ্চে আগেই ফোনটির মার্কেটিং ম্যাটেরিয়াল লিকের মাধ্যমে প্রকাশ্যে এসে গেছে। এর ফলে এই ফোনের ডিজাইন এবং প্রায় সমস্ত স্পেসিফিকেশন জানা হয়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনটি সম্পর্কে।
Redmi A3x ফোনের মার্কেটিং ম্যাটেরিয়াল (লিক) :
* টিপস্টার পারস গুগলানী প্যাশনেটগীক্স সাইটের মাধ্যমে Redmi A3x ফোনের মার্কেটিং পোস্টার শেয়ার করেছেন।
* ডিজাইনের দিক থেকে আপকামিং Redmi A3x ফোনটি অনেকটা আগের Redmi A3 ফোনটির মতোই।
* এই দুটি ফোনের স্পেসিফিকেশনের ক্ষেত্রেও অনেকটাই মিল দেখা গেছে।
* লিক অনুযায়ী কোম্পানি তাদের Redmi A3x ফোনটি গ্রীন এবং গ্রে কালারে লঞ্চ করতে পারে।
* ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশ এবং ডুয়েল রেয়ার ক্যামেরা সহ বড় সারকুয়াল ক্যামেরা মডিউল থাকতে পারে।
* ফোনটির ফ্রন্ট প্যানেলে ওয়াটার ড্রপ নচ সহ ফ্ল্যাট ডিসপ্লে দেখা গেছে। এই ফোনের ডানদিকের প্যানেলে পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন দেওয়া হবে।
* জানিয়ে রাখি নতুন লিকে টিপস্টার দাম সম্পর্কে জানাননি, তবে এই ফোনটি 7 বা 8 হাজার টাকার রেঞ্জে পেশ করা হতে পারে।
Redmi A3x ফোনের স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: Redmi A3x ফোনে 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 90Hz রিফ্রেশ রেট এবং স্ক্রিনের সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস 3 যোগ করা হতে পারে। প্রসেসর: মার্কেটিং পোস্টার অনুযায়ী কোম্পানির পক্ষ থেকে Redmi A3x ফোনে প্রসেসিঙের জন্য Unisoc T603 প্রসেসর দেওয়া হতে পারে। জানিয়ে রাখি Redmi A3 ফোনে MediaTek Helio G36 চিপসেট দেওয়া হয়েছিল।
স্টোরেজ: Redmi A3x ফোনে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। এর সঙ্গে virtual RAM ব্যাবহার করে ফোনটিতে 4GB পর্যন্ত RAM বাড়ানো যেতে পারে। ক্যামেরা: এই ফোনে রেয়ার ক্যামেরা সেটআপে LED ফ্ল্যাশ এবং 8MP প্রাইমারি সেন্সরের সঙ্গে আরেকটি সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 10W চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে। ওএস: Redmi A3x ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হতে পারে। অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, ডুয়েল সিম 4জি, ওয়াইফাই, ব্লুটুথের মতো ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।