২০২১ সালে শাওমি অনেক ব্যবসা সফল স্মার্টফোন বাজারে এনেছে। এক একটি ফোনে নিত্য নতুন প্রযুক্তির ফিচার যুক্ত করেছে। সম্প্রতি তার নোট ১১ সিরিজের বেশ কয়েকটি মোবাইল ফোন নিয়ে এসেছে এর মধ্যে সবচেয়ে লাক্সারিয়াস হচ্ছে শাওমি রেডমি নোট ১১ প্রো ম্যাক্স। ২ টি ভেরিয়েন্ট এ Xiaomi Redmi Note 11 Pro Max পাওয়া যাচ্ছে। ১০৮ মেগা পিক্সেলের মেইন সেনসর ক্যামেরা, ১৬ মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ও ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের নন রিমুভেবল ব্যাটারিসহ।
Redmi Note 11 Pro Max ফোনটির ডিসপ্লে এবং বডি
এতে থাকছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। এর এসপেক্ট রেশিও হলো ২০:৯। এর রেজুলেশন হলো ১০৮০২৪০০ পিক্সেল এর। এই ফোনটির পিপিআই ডেনসিটি হল ৩৮৭। এর ওজন হচ্ছে ২০৪ গ্রাম। এছাড়াও এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। এর বডি ডাইমেনশন হচ্ছে ১৬৩.৭৭৬.২*৮.৩ মিলিমিটার এর।
শাওমি রেডমি নোট ১১ প্রো ম্যাক্স ফোনটির হার্ডওয়্যার
অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক ডায়মনসিটি ৯২০ ৫জি যা ৬ ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর। জিপিইউ হিসেবে এতে থাকছে মালী জি ৭৬ এম সি ৪। ফোনটি পাওয়া যাচ্ছে ২টি ভেরিয়েন্ট। একটি হল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৬ জিবি রেম এবং আরেকটি হলো ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজে সাথে ৮ জিবি রেম ।
Redmi Note 11 Pro Max ফোনটির ক্যামেরা
এই ফোনের ব্যাক সাইডে থাকছে ১০৮ মেগা পিক্সেলের মেইন সেন্সর ক্যামেরা,৮ মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা,৫ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেনসর ক্যামেরা ।আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে ১৬ মেগাপিক্সেল এর একটি ক্যামেরা।
শাওমি রেডমি নোট ১১ প্রো ম্যাক্স ফোনটির ব্যাটারি -চার্জার এবং কালার
এই ফোনে থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার এর নন রিমুভেবল হিউজ ব্যাটারি। আর সঙ্গে থাকছে ১২০ ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার।এতে লাউড স্পিকার এর পাশাপাশি থাকছে ৩.৫৫ এম এম হেডফোন জ্যাক।ফোনটি পাওয়া মাত্র তিনটি কালার ভেরিয়েন্ট এ । একটি হলো ব্লাক ,আরেকটি গ্রীন এবং আরেকটি হলো পার্পল কালার।
Xiaomi Redmi Note 11 Pro Max ফোনটির দাম
শাওমি রেডমি নোট ১১ প্রো ম্যাক্স ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি ৩০০০০ টাকার কাছাকাছি পরবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।