বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত সেপ্টেম্বর মাসে চীনে Xiaomi Redmi Note 13 Pro ফোনটি লঞ্চ হয়েছিল। বর্তমানে শুধুমাত্র চীনে এই ফোনটি সেল করা হলেও বিভিন্ন মার্কেটে এই ফোনটির জন্য অপেক্ষা করা হচ্ছে। যেসব ভারতীয় টেক প্রেমিরা ভারতে এই ফোনের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর রয়েছে। এবার এই ফোনের গ্লোবাল মডেল প্রকাশ্যে এসেছে, যেটি চীনের বাইরে অন্যান্য মার্কেটে পেশ করা হবে। এই পোস্টে Redmi Note 13 Pro সম্পর্কে জানানো হল।
আমেরিকার সার্টিফিকেশন সাইট এফসিসিতে Redmi Note 13 Pro ফোনটি দেখা গেছে। এখানে ফোনটি 2312DRA50G মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে এবং মনে করা হচ্ছে এই মডেলটি চীনের বাইরে অন্যান্য মার্কেটে পেশ করা হবে। এইসব দেশের লিস্টে ভারতের নামও থাকতে পারে। জানিয়ে রাখি এফসিসি লিস্টিঙে বলা হয়েছে এই ফোনটি 5,020 এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে।
ডিসপ্লে: Redmi Note 13 Pro ফোনে 1.5কে রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চি ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট এবং 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: চীনের বাজারে Redmi Note 13 Pro ফোনটি 8GB RAM, 12GB RAM ও 16GB RAM দেওয়া হয়েছে এবং এর সঙ্গে 128GB থেকে 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে OIS ফিচারযুক্ত OIS স্যামসাং ISOCELL HP3 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য দুটি ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: উভয় ফোনে 3.5 এমএম হেডফোন জ্যাক, আইআর ব্লাস্টার, ডুয়েল সিম 5জি, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, এনএফসি রয়েছে। এর সঙ্গে জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।