বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে লঞ্চ হয়েছে শাওমি স্মার্ট স্ট্যান্ডিং ফ্যান ২। জেনে নিন এই ফ্যানের দাম কত। ভারতে নতুন স্ট্যান্ড-ফ্যান লঞ্চ করল শাওমি সংস্থা।
জানা গিয়েছে, লঞ্চ হয়েছে শাওমির স্মার্টফ্যান। আপাতত শাওমির ওয়েবসাইট থেকে এই ফোনের প্রি-বুকিং করা যাচ্ছে। এখানে রয়েছে BLDC inverter motor এবং 7+5 wing শেপ বা আকৃতির ব্লেড। অ্যাপের মাধ্যমে এই ফ্যান পরিচালনা করা যাবে।
এর পাশাপাশি থাকছে ভয়েস কম্যান্ডের সাপোর্ট। থ্রি-ডাইমেনশন এয়ার ফ্লো পাওয়ার সুবিধা রয়েছে এই স্ট্যান্ড ফ্যানে। আর স্পিডের দিক থেকেও এই ফ্যানের ধারেকাছে আসতে পারবে না অন্যান্য স্ট্যান্ড ফ্যান।
শাওমি স্মার্ট স্ট্যান্ডিং ফ্যান ২- এর দাম ভারতে ৯৯৯৯ টাকা। একটিই মাত্র রঙে— সাদা রঙে পাওয়া যাবে এই ফ্যান। শাওমি সংস্থা জানিয়েছে স্পেশ্যাল দাম ৫৯৯৯ টাকায় এই ফ্যান বিক্রি হবে। এখন সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে প্রি-বুকিং করা যাচ্ছে এই ফোনের। শিপিং শুরু হবে ১৯ জুলাই থেকে।
১। এই ফ্যানে রয়েছে 7+5 wing শেপের ব্লেড। এর সঙ্গে রয়েছে একটি silent BLDC inverter motor। এছাড়াও রয়েছে ডুয়াল ব্লেড ডিজাইন। ওই ইনভার্টার মোটরে এই ফিচার দেখা যাবে।
২। শাওমির দাবি, 7+5 wing শেপের ব্লেড এয়ারফ্লো অর্থাৎ ফ্যানের হাওয়ার জোর বাড়ানোর জন্য রাখা হয়েছে। এছাড়াও BLDC copper-wire motor ফ্যানের মেয়াদ বাড়াবে। অর্থাৎ দ্রুত নষ্ট হয়ে দেবে। পাশাপাশি ফ্যানের কার্যক্ষমতাও বাড়াবে এই ফিচারের সাপোর্ট। aluminium-wire motors- এর তুলনায় এই নতুন মোটর অনেক উন্নত, আধুনিক ও কার্যকরী।
৩। অ্যাপের মাধ্যমে এই ফ্যান পরিচালনা করা সম্ভব হবে। ইউজারের স্মার্টফোনে এইসব অ্যাপ ডাউনলোড করা থাকলেই কাজ হবে। এর পাশাপাশি জানা গিয়েছে, অ্যালেক্সা এবং গুগল অ্যাসিসট্যান্ট এইসব ভয়েস সাপোর্টের সাহায্যেও পরিচালনা করা যাবে শাওমি স্মার্ট স্ট্যান্ডিং ফ্যান ২।
৪। এই স্মার্ট ফ্যানের ওজন প্রায় ৩ কিলোগ্রাম।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.