বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ঈদের উৎসবমুখর পরিবেশকে আরো আনন্দময় করে তুলতে স্মার্টফোন ও ট্যাব কেনায় আকর্ষণীয় ঈদ অফার ক্যাম্পেইন চালু করেছে শাওমি বাংলাদেশ। গতকাল শুরু হওয়া এ ক্যাম্পেইন ঈদের আগের দিন পর্যন্ত চলবে।
ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা শাওমির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ও ট্যাব কিনে প্রতিদিন শাওমির ল্যাপটপ, নিশ্চিত ক্যাশব্যাক, ইএমআই সুবিধা, ডাটা ব্যান্ডেল প্যাক এবং শাওমি ইকো প্রডাক্ট ও স্মার্টফোন জেতার সুযোগ পাবেন।
ক্যাম্পেইনের বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ঈদের এ উৎসবমুখর সময়ে শাওমি বাংলাদেশ আগেই ঈদের খুশি নিয়ে এসেছে। ঈদ ক্যাম্পেইনে শাওমির ফ্যানরা সেরা সব স্মার্টফোন ও ট্যাব কেনার ক্ষেত্রে প্রতিদিন ল্যাপটপসহ বিভিন্ন উপহার জেতার সুযোগ পাচ্ছেন। এমনকি নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে সুদবিহীন ইএমআই সুবিধাও পাওয়া যাবে।
ঈদ অফার পেতে শাওমি ১১-টি প্রো, শাওমি ১১-টি, শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি, শাওমি ১১ লাইট, শাওমি প্যাড ৫, রেডমি নোট ১০ প্রো ১০৮ মেগাপিক্সেল, রেডমি নোট ১১এস, রেডমি নোট ১১, রেডমি ১০ (২০২২), রেডমি ৯এ-সহ নির্দিষ্ট কিছু স্মার্ট ডিভাইস কিনতে হবে।
ঈদ অফারের আওতায় ক্রেতারা ইএমআইয়ের মাধ্যমে নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে ২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। পাশাপাশি রেডমি স্মার্টফোন, মি স্মার্ট ব্যান্ড ৬, রেডমি ইয়ারফোন ও রেডমি বেসিক এয়ারবাডস জেতার সুযোগও থাকবে। ক্রেতারা অফারে ১৫ জিবি পর্যন্ত ডাটা বান্ডেলও জেতার সুযোগ পাবে। ক্যাম্পেইনে অংশগ্রহণের মাধ্যমে উপহার জিততে হলে গ্রাহকদের প্রতিষ্ঠানটির অথরাইজড শোরুম থেকে স্মার্টফোন কিনতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।