বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চালু হওয়ার পর স্মার্টফোন বিক্রিতে একের পর এক নতুন রেকর্ড গড়ছে Realme। মাত্র ৩৭ মাসের মধ্যে ১০ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রি করে এখন বিশ্বের সবচেয়ে দ্রুত সম্প্রসারণমান স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে দাঁড়িয়েছে চীনা কোম্পানিটি। ভারতের মতো গুরুত্বপূর্ণ বাজারে Xiaomi এর শীর্ষস্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তারা।
কাউন্টারপয়েন্ট রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে ১৮ শতাংশ বাজার শেয়ার নিয়ে ভারতের বাজারে দ্বিতীয় বৃহত্তম কোম্পানি রিয়েলমি। অন্যদিকে ২০ শতাংশ বাজার শেয়ার নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে শাওমি। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে স্যামসাং, ভিভো ও অপো, যাদের বাজার শেয়ার যথাক্রমে ১৬, ১৩ ও ১০ শতাংশ।
অনলাইনে স্মার্টফোন বিক্রিতে অন্য যেকোনো কোম্পানির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে রিয়েলমি। ফ্লিপকার্টে বিক্রি হওয়ার মোট স্মার্টফোনের ৫২ শতাংশই ছিল রিয়েলমির।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।