বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় মোবাইলফোন ব্র্যান্ড শাওমি ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় ঈদ অফার নিয়ে এসেছে। শাওমির নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ও ট্যাব কিনে প্রতিদিন ল্যাপটপ জেতার সুযোগ পাচ্ছেন গ্রাহক। পাশাপাশি দেওয়া হচ্ছে নিশ্চিত ক্যাশব্যাক অফার। আরো থাকছে ইএমআই সুবিধা, ডেটা ব্যান্ডেল প্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ।
এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘ঈদ ক্যাম্পেইনে শাওমি স্মার্টফোন ও ট্যাব কেনায় আকর্ষণীয় অফারের ব্যবস্থা করেছে। প্রতিদিন ল্যাপটপসহ নানা উপহার জেতার সুযোগ পাবেন গ্রাহক। নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন সুদবিহীন ইএমআই সুবিধায়ও পাওয়া যাবে।’
শাওমির যে ১০টি স্মার্টফোন এই অফারের আওতায় রয়েছে সেগুলো হলো- শাওমি ইলেভেন-টি প্রো, শাওমি ইলেভেন-টি, শাওমি ১১আই হাইপারচার্জ ফাইভজি, শাওমি ১১ লাইট, শাওমি প্যাড ৫, রেডমি নোট ১০ প্রো ১০৮ এমপি, রেডমি নোট ১১এস, রেডমি নোট ১১, রেডমি ১০ (২০২২) এবং রেডমি ৯এ।
ইএমআই-এর মাধ্যমে নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন কিনলে ২০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেওয়া হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এ অফার অব্যাহত থাকবে।
সস্তায় বড় ডিসপ্লে ও তিন ক্যামেরার ফোন এনে চমক দেখালো সিম্ফনি
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.