শাওমি লঞ্চ করেছে নতুন ফ্ল্যাগশিপ Xiaomi 15T Pro 5G, যাতে আছে Dimensity 9400+ প্রসেসর, Leica ট্রিপল ক্যামেরা, 8K ভিডিও রেকর্ডিং ও 100x জুম। ইউরোপে এর দাম শুরু 799.90 ইউরো থেকে, আর ভারতে এলে Samsung, Google ও Apple ফ্ল্যাগশিপের সঙ্গে টক্কর দিতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Xiaomi 15T Pro স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।
প্রসেসিঙের জন্য Xiaomi 15T Pro 5G স্মার্টফোনটিতে 3 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.4GHz থেকে 3.73GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 9400+ অক্টা-কোর প্রসেসর দেওয়া হয়েছে। হেভি গেমিঙের ক্ষেত্রে স্মুথ পারফরমেন্সের জন্য Xiaomi 15T Pro 5G স্মার্টফোনে 3D IceLoop সিস্টেম রয়েছে, ফলে এই ফিচার স্মার্টফোনটিকে গরম হওয়া থেকে সুরক্ষিত রাখে।
Xiaomi 15T Pro 5G স্মার্টফোনে 2772 x 1280 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83 ইঞ্চির 1.5k ডিসপ্লে দেওয়া হয়েছে। LIPO প্যানেল দিয়ে তৈরি AMOLED স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট, 2560Hz ইন্টেন্ট টাচ স্যাম্পেলিং রেট এবং 3,200nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। জানিয়ে রাখি আগের Xiaomi 14T Pro মডেলে 4000nits ব্রাইটনেস দেওয়া হয়েছিল। এই দিক থেকে নতুন স্মার্টফোনটি ডাউনগ্রেডেড।
ফটোগ্রাফির জন্য Xiaomi 15T Pro 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। স্মার্টফোনের ব্যাক প্যানেলে এফ/1.62 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল LYT900 সেন্সর এবং এফ/3.0 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল super telephoto লেন্স ও 120° FOV সহ 12 মেগাপিক্সেল ultra wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 32MP ক্যামেরা যোগ করা হয়েছে।
Xiaomi 15T Pro 5G স্মার্টফোনের ক্যামেরা 100x জুম ক্ষমতাসম্পন্ন 8K ভিডিও রেকর্ড করতে সক্ষম। এই শাওমি স্মার্টফোনের ক্যামেরায় অ্যান্টি-গ্লেয়ার লেন্স কোটিং রয়েছে, এটি রোদ বা অতিরিক্ত আলো সেন্সরে পৌঁছাতে দেয় না, ফলে আরও ভালো ও ব্যালেন্সড ছবি তোলা যায়।
Xiaomi 15T Pro 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি আগের Xiaomi 14T মডেলের 5,000mAh ব্যাটারির তুলনায় বড়, তবে আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারির ট্রেন্ডে এটি তুলনায় অনেকটাই কম মনে হতে পারে। স্মার্টফোনটিকে দ্রুত চার্জ করার জন্য 90W ফাস্ট চার্জিং এবং 50W wireless চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
Xiaomi 15T Pro 5G স্মার্টফোনটি 6M13 aluminum alloy ফ্রেমে তৈরি করা হয়েছে, যা স্মার্টফোনটিকে অতিরিক্ত মজবুত করে তুলতে সাহায্য করবে। এই স্মার্টফোনটির স্ক্রিনে স্ক্র্যাচ থেকে সুরক্ষিত রাখার জন্য গোরিলা গ্লাস 7i-এর প্রোটেকশন দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে IP68 সার্টিফিকেশন রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 3 মিটার গভীর জলে ডুবে থাকলেও সুরক্ষিত থাকবে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনে Wi-Fi 7, Bluetooth 6.0 এবং NFC ফিচার যোগ করা হয়েছে।
গ্লোবাল বাজারে স্মার্টফোনটি 12GB RAM সহ 256GB, 512GB এবং 1TB স্টোরেজ অপশনের লঞ্চ করা হয়েছে। Xiaomi 15T Pro 5G স্মার্টফোনটির দাম 799.90 ইউরো থেকে শুরু, অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 83 হাজার টাকা রাখা হয়েছে। অন্যদিকে টপ মডেল 999.90 ইউরো অর্থাৎ প্রায় 1লক্ষ টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটি Black, Gray এবং Mocha Gold কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
জানিয়ে রাখি ভারতের বাজারে Xiaomi 15T Pro 5G স্মার্টফোনটির লঞ্চ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়, তাহলে Xiaomi 15T Pro স্মার্টফোনটি বাজারে উপস্থিত Samsung S25 Ultra, Google Pixel 10 Pro এবং Apple iPhone 17 Pro স্মার্টফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। জানিয়ে রাখি ইউরোপের দামের তুলনায় Xiaomi 15T Pro 5G স্মার্টফোনটির ভারতের দাম অনেকটাই কম হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।