সাশ্রয়ী মূল্যের ফিটনেস ট্র্যাকার নিয়ে আসছে শাওমির ব্যান্ড নাইন

Xiaomi-Band-9

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ওয়্যারেবল ডিভাইসের বাজারে সাশ্রয়ী মূল্যের ফিটনেস ট্র্যাকারগুলোর মধ্যে শাওমির এমআই ব্যান্ড গ্রাহকের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবার এমআই ব্যান্ড ৮-এর উত্তরসূরি হিসেবে ব্যান্ড ৯ বাজারে আনতে যাচ্ছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি। খবর গিজচায়না।

Xiaomi-Band-9

স্পোর্টস, ফিটনেস ট্র্যাকিং, নোটিফিকেশন দেখা, আবহাওয়া আপডেটসহ আরো নানা নতুন ফিচার ও আপডেট নিয়ে নতুন এ ব্যান্ডটি বাজারে আসছে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা।

মেয়ে সুহানার যে নাম রাখতে চেয়েছিলেন শাহরুখ

ডিজাইনের দিক থেকে নতুন এমআই ব্যান্ড নাইনে খুব বেশি পরিবর্তন করা হবে না বলে অভিমত বিশ্লেষকদের। এতে আগের প্রজন্মের এমআই ব্যান্ড ৮-এর মতো ১ দশমিক ৬২ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হবে। উন্নত ভিজুয়াল অভিজ্ঞতা দেয়ার জন্য থাকবে হাই ব্রাইটনেস ও হাইয়ার রেজল্যুশন মোড। নতুন ব্যান্ডে ব্যাটারির আকারও অপরিবর্তিত রয়েছে। যা সম্পূর্ণ চার্জে টানা দুই সপ্তাহ ব্যাকআপ পাবে দাবি শাওমির।