বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্মার্টফোন, কম্পিউটারের পর গাড়ির বাজারে ঝড় তুলেছে শাওমি। সম্প্রতি বাজারে এসেছে সংস্থার প্রথম ইলেকট্রিক সেডান SU7। টেসলা মডেল 3-কে চ্যালেঞ্জ জানিয়ে দারুণ সাড়া ফেলেছে এই চার চাকা। এবার সেই গাড়ি উন্মোচন হতে চলেছে ভারতে। 9 জুলাই এটি উন্মোচন করা হবে বলে জানা গিয়েছে। ওই দিন বেঙ্গালুরুতে গাড়িটি সবার সামনে আনবে শাওমি।ভারতে কি শাওমি SU7 লঞ্চ হবে?
দেশে উন্মোচন করলেও, গাড়িটি আদৌ লঞ্চ হবে কি না তা এখনও স্পষ্ট করেনি সংস্থা। যদিও এর আগে চিনা কোম্পানি বিওয়াইডি ভারতে একাধিক ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে। স্মার্টফোনের ক্ষেত্রে ভারতে ভালো আধিপত্য রয়েছে শাওমির। তবে গাড়ির ক্ষেত্রে সেইরকম কোনও পরিকল্পনা এখনও অবধি প্রকাশ করেনি শাওমি। আশা করা হচ্ছে, ভবিষ্যতে গাড়িটি লঞ্চ করতে পারে সংস্থা।
ভারতে এক দশক কাটিয়ে ফেলেছে শাওমি। এই দশ বছরের উদযাপন উপলক্ষে গাড়িটি দেশে উন্মোচন করার সিদ্ধান্ত নিয়েছে শাওমি। ভারতে যদি এই গাড়ি লঞ্চ হয়, তাহলে এটি BYD Seal ইভিকে টেক্কা দেবে।
উপচে পড়ছে অর্ডার! ইলেকট্রিক গাড়ি এনে বিশ্বব্যাপী সাড়া ফেলেছে শাওমি
শাওমি SU7 গাড়ির দাম
আন্তর্জাতিক বাজারে গাড়ির দাম ভারতীয় মুদ্রায় 25 লাখ টাকা। যা বেশ প্রতিযোগিতামূলক। কারণ বেশিরভাগ ইলেকট্রিক গাড়ি উচ্চ দামে বাজারে লঞ্চ হয়। সেই দিক থেকে বাকি কোম্পানিগুলি, বিশেষ করে টেসলাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে শাওমি।
এই গাড়ি তার রেঞ্জ, ফিচার্স এবং স্টাইলিশ ডিজাইনের জন্য পরিচিত। একাধিক পেইন্ট রয়েছে গাড়ির। পাশাপাশি সেডান হলেও ডিজাইন সম্পূর্ণ স্পোর্টস কারের মতো। গাড়ির যে টপ মডেল রয়েছে তাতে মিলবে 101,kwh ব্যাটারি প্যাক। ফুল চার্জে 800 কিলোমিটার যেতে পারে গাড়িটি।
এতে রয়েছে ডুয়াল মোটর, যা সর্বোচ্চ 663 হর্সপাওয়ার এবং 838 এনএম টর্ক তৈরি করতে পারে। গাড়ির সর্বোচ্চ গতি 265 কিলোমিটার প্রতি ঘণ্টা। 0 থেকে 100 কিমি প্রতি ঘণ্টা ছুঁতে সময় নেয় 2.78 সেকেন্ড। গাড়ির বুট স্পেস 517 লিটার।
বিশ্বের সর্বোচ্চ গতির ইন্টারনেট, প্রতি সেকেন্ডে ৮০০ গিগাবাইট
ইলেকট্রিক গাড়িটিতে ফিচার্স রয়েছে 7টি এয়ারব্যাগ, 16.1 ইঞ্চি টাচস্ক্রিন, অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ওয়্যারলেস চার্জিং, রিভার্স ক্যামেরা অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, USB চার্জিং, ভয়েস কন্ট্রোল, রিমোট পার্কিং, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, LED লাইটিং ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।