মানুষের দেহে ২৩ জোড়া বা ৪৬ টি ক্রোমোজোম অবস্থান করে। পুরুষ ও নারীর দেহে সংখ্যাটি একই। তবে সেক্স ক্রোমোজোমের ভিতরে ভিন্নতা দেখা দেয়। এক্ষেত্রে পুরুষের দেহে রয়েছে একটি X এবং একটি Y ক্রোমোজোম। অন্যদিকে নারীর থেকে দুটি X ক্রোমোজোম অবস্থান করছে।
আসলে সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা বাবার ক্রোমোজোমের উপরেই মূলত নির্ভর করে থাকে। ক্যান্সার থেকে সুরক্ষা দেওয়া সহ এবং প্রজনন কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই Y ক্রোমোজোম। এর গঠন প্রক্রিয়া এতটাই জটিল যে দীর্ঘদিন ধরে অনেক রহস্য উন্মোচন করা সম্ভব হয়নি।
তবে বিজ্ঞানীরা এবার এর এই রহস্যময় ক্রোমোজোমের প্রায় সকল দিক উন্মোচন করতে সক্ষম হয়েছে। পুরুষের বন্ধ্যাত্ব নিয়ে গবেষণার ক্ষেত্রে এ বিষয়টি অনেক কাজে আসবে। জার্নালে প্রকাশিত হওয়া ওই গবেষণায় Y ক্রোমোজোমের জটিল গঠনের চিত্র প্রকাশ করা হয়েছে।
Y ক্রোমোজোম হলো সবথেকে ছোট এবং দ্রুত বর্তনশীল ক্রোমোজোম। মানুষের জেনেটিক কোড নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে বিজ্ঞানীরা। সবথেকে ছোট এই Y ক্রোমোজোমের সিকোয়েন্স বের করা এতদিন সম্ভব হয়নি। এর আগে ২০২০ সালে X ক্রোমোজোমের গঠনের রহস্য উন্মোচন করা হয়েছিলো।
২০২২ সাল থেকে ১০০ জনের বিজ্ঞানীর দল উন্মোচিত না হওয়ার বিষয়টি নিয়ে কাজ শুরু করেন। দিনশেষে তারা সফলতা অর্জন করেন। তাদের সাফল্যের জন্যই Y ক্রোমোজোমের রহস্যের অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হয়েছে। তারা গবেষণা পত্রে ক্রোমোজোমের দৈর্ঘ্যের 50 সেন্টিমিটারের বেশি প্রকাশ করতে সক্ষম হয়েছে। Y ক্রোমোজোমের কোড এর পুরো দৃশ্য উন্মোচন করা সম্ভব হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।