জুমবাংলা ডেস্ক : কক্সবাজারের সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ ইয়াবাসহ মুজিবুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটক মুজিব সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
Realme P3 Pro 5G: সেরা ফিচার নিয়ে আসছে , থাকছে GT Boost প্রযুক্তি!
কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, বাড়িতে বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছেন আওয়ামী লীগ নেতা মুজিব। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাকে ধরে ফেলেন কোস্টগার্ড সদস্যরা। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ২৭৪ ইয়াবা উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।