বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্কুটার, স্কুটি এসব কথা বললেই চোখের সামনে উঠে আসে দু চাকার কোনো যন্ত্র চালিত বাহন এর ছবি। কিন্তু এবার এই দৃশ্যই বদলাতে চলেছে। কারণ বাজারে চলে এসেছে এখন তিন চাকার স্কুটার। গল্প নয় একেবারে সত্যিকরেই তিন চাকার আজব স্কুটার নিয়ে হাজির এখন ইয়ামাহা।
ইয়ামাহা এর নতুন দুটি স্কুটার হলো Yamaha Tricity 125 ও Yamaha Tricity 155. এই দুটি স্কুটারেরই মূল আকর্ষণ এর লুক। তিনটি চাকা যুক্ত নতুন ভার্সনের স্কুটার দুটিতে থাকছে আপডেটেড ইঞ্জিন ও একগুচ্ছ নতুন ফিচার্স।
স্কুটারের সামনে রয়েছে বিশাল ফেসিয়া যেখানে ব্যবহার করা হয়েছে এলইডি হেড ল্যাম্প। এই স্কুটারের সামনে থাকছে দুটি চাকা ও পিছনে একটি চাকা। অর্থাৎ আরোহীদের গাড়ি ব্যালেন্স করা আরো সহজ হবে। এছাড়াও বিশেষ মোড এনেবেল করে সামনে দুটি চাকা স্টিয়ারিং করে রাইডও করা যাবে।
হাইওয়েতে বেশি গতিতে রাইডের কথা মাথায় রেখে দুটিতেই দেওয়া হয়েছে একটি মাঝারি মাপের উইন্ডো স্ক্রিন। কেবল যে ফিচারস এর দিক থেকে উন্নত তা নয় এই স্কুটারগুলি হয়ে উঠেছে স্টাইলিসও। স্কুটার হয়েও স্পোর্টি লুক ক্যারি করছে যা ভীষণ নজরকাড়া।
পরিপূর্ণ অত্যাধুনিক ফিচার্স যুক্ত করা হয়েছে স্কুটারে। সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করায় স্মার্টফোনের সাথে অনায়াসে কানেক্ট করা যাবে স্কুটারটি। এখানে যাবতীয় ইনকামিং কল, নোটিফিকেশন দেখে নেওয়া যাবে স্কুটারের স্ক্রিনে। এছাড়া এর সবথেকে আকর্ষনীয় বিষয় হল এই স্কুটার গুলি স্টার্ট করা যাবে কোন রকম চাবি ছাড়াই।
জানা যাচ্ছে আগস্ট মাস থেকে Tricity 125 ও Yamaha Tricity 155 স্কুটার দুটি অর্ডার করা যাবে তবে আপাতত ইউরোপের বাজারে নতুন স্কুটার হাজির করেছে জাপানের এই কোম্পানিটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।