বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন মোটরসাইকেল আনছে জাপানি ইয়ামাহা। যার মডেল ইয়ামাহা এমটি-০৯। এবছরের মাঝামাঝিতে বাইক ভারতের বাজারে আসার কথা রয়েছে। সে সময়ই এর দাম ঘোষণা করা হবে।
বুকিং প্রক্রিয়াও তখনই শুরু হবে। তবে এটি সীমিত সংখ্যক ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গিয়েছে। কারণ বড় বাইকের ডেলিভারি এবং আফটার-সেলস পরিষেবা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ।
ইয়ামাহা একসময় ভারতের বড় বাইক সেগমেন্টের পথিকৃৎ ছিল। ২০০০-এর দশকের শুরুতে সংস্থাটি ওয়াইজেডএফ-আর১ আমদানি এবং বিক্রি করা শুরু করেছিল। কিন্তু বর্তমানে ভারতের উন্নত এবং প্রতিযোগিতামূলক সুপারবাইক বাজারে সংস্থার কোনো সক্রিয় উপস্থিতি নেই। তাই, এমটি-০৯ লঞ্চের মাধ্যমে সংস্থাটি আবারও এই সেগমেন্টে প্রবেশ করতে চাইছে।
ইঞ্জিন ও পারফরম্যান্স
ইয়ামাহা এমটি-০৯ স্ট্রিট নেকেড মোটরসাইকেল, যা ৮৯০ সিসি ইনলাইন-ট্রিপল সিপি৩ ইঞ্জিন দ্বারা চালিত। এই ইঞ্জিন থেকে ১১৭ বিএইচপি শক্তি এবং ৯৩ এনএম টর্ক পাওয়া যায়। বাইকটিতে ছয়-গতির ম্যানুয়াল গিয়ারবক্স বা ওয়াই-এমটি ইউনিট দেওয়া হতে পারে।
এমটি-০৯-এর ডিজাইন অত্যন্ত আক্রমণাত্মক এবং ফিউচারিস্টিক। এর রোবটের মতো দেখতে এলইডি হেডলাইট কাউল, বিশাল ফুয়েল ট্যাঙ্ক এবং স্লিম টেল সেকশন বাইকটিকে একটি পাওয়ারফুল স্ট্রিট-নেকেড লুক দেয়। বিশেষ করে এসপি ভেরিয়েন্টটি আরও আকর্ষণীয় দেখায়।
এমটি-০৯ মডেলে উন্নত ইলেকট্রনিক সিস্টেম রয়েছে, যা রাইডারদের আরও উন্নত পারফরম্যান্স এবং নিরাপত্তা প্রদান করে। এর মধ্যে উল্লেখযোগ্য ফিচারসমূহ হল – স্লাইড কন্ট্রোল, ট্র্যাকশন কন্ট্রোল, ডুয়াল-চ্যানেল, এবিএস, তিনটি রাইড মোড – স্ট্রিট, রেইন এবং স্পোর্ট, দুইটি কাস্টমাইজেবল রাইড মোড।
ইয়ামাহার এই বাইকের প্রত্যাবর্তন ভারতে সুপারবাইক প্রেমীদের জন্য একটি দারুণ খবর হতে চলেছে। সংস্থার প্রিমিয়াম এবং পারফরম্যান্স-ফোকাসড স্ট্রিট-নেকেড বাইক সেগমেন্টে প্রবেশ ভারতের সুপারবাইক বাজারে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।