বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আধুনিক তরুণদের রাইডিং চাহিদাকে মাথায় রেখে স্পিড, স্টাইল আর পাওয়ারের সেরা কম্বিনেশনে ইয়ামাহা বাজারে এনেছে তাদের নতুন মডেল Yamaha FZ-25, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৫ হাজার টাকা।
কোম্পানিটি গ্রাহকদের জনপ্রিয়তার দিক বিবেচনা করে বিশেষ ক্যাশব্যাকের ব্যবস্থা করেছে। গ্রাহকরা প্রি-বুকিং সম্পন্ন করলেই পাচ্ছেন ৭,০০০-১৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
চলুন এবার জেনে নেয়া যাক মোটরসাইকেলটির দাম, ক্যাশব্যাক ও স্পেসিফিকেশন সম্পর্কে-
তরুণ প্রজন্মের কাছে ইয়ামাহা মোটরসাইকেলটির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। স্টাইলিশ ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং আধুনিক ফিচার থাকার কারণে ইয়ামাহা মোটরসাইকেলগুলো তরুণদের পছন্দের শীর্ষে।
বিশেষ করে Yamaha R15, MT-15 এবং FZ সিরিজের মোটরসাইকেলগুলো তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। এসব মোটরসাইকেলের আকর্ষণীয় লুক ও স্পোর্টি ফিল তরুণদের স্টাইল এবং অ্যাডভেঞ্চারের চাহিদা পূরণ করে।
তাছাড়া ইয়ামাহার বিশ্বস্ত ব্র্যান্ড ইমেজ, জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ও উন্নত নিরাপত্তা ব্যবস্থাও তরুণদের মাঝে এই মোটরসাইকেলের প্রতি আস্থা তৈরি করেছে। সব মিলিয়ে, স্টাইল, গতিশক্তি এবং প্রযুক্তির চমৎকার সমন্বয়ই ইয়ামাহা মোটরসাইকেলকে তরুণদের প্রথম পছন্দে পরিণত করেছে।
Yamaha FZ-25 নতুন এই মোটরসাইকেলটিতে পাওয়ারট্রেন হিসেবে ব্যবহার করা হয়েছে ২৪৯ সিসির সিঙ্গেল-সিলিন্ডার এয়ার-কুলড ফুয়েল-ইঞ্জেক্টেড ইঞ্জিন। যা ৮,০০০ আরপিএম-এ ২০.৫ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ২০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। উচ্চ গতির জন্য মোটরসাইকেলটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে।
এটি প্রতি লিটারে ৪০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। মোটরসাইকেলটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। নিরাপত্তার জন্য এতে রয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম। দীর্ঘ পথে যাতায়াতের জন্য মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ১৪ লিটার ধারণক্ষমতা সম্পন্ন সুবিশাল ফুয়েল ট্যাঙ্ক।
মোটরসাইকেলটি মেটালিক ব্ল্যাক, ওয়ারিয়র হোয়াইট এবং রেসিং ব্লু এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে।
Yamaha FZ-25, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩৫ হাজার টাকা। গ্রাহকরা মাত্র ৫০,০০০ টাকা জমা দিয়ে প্রি-বুকিং সম্পন্ন করলেই পাচ্ছেন ৭,০০০ টাকার ক্যাশব্যাক, ফলে অফার পরবর্তী মূল্য দাঁড়াচ্ছে ৪ লাখ ২৮ হাজার টাকা।
এছাড়াও, ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) মেম্বারদের জন্য থাকছে ১২,০০০ টাকার বিশেষ ক্যাশব্যাক, যার ফলে অফার মূল্য দাঁড়াবে ৪ লাখ ২৩ হাজার টাকা। যারা পুরনো মোটরসাইকেল এক্সচেঞ্জ করতে চান, তাদের জন্য রয়েছে আরও বিশেষ সুযোগ।
১৬৫ সিসি পর্যন্ত যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেল এক্সচেঞ্জে মিলবে ১১,০০০ টাকা ক্যাশব্যাক এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল এক্সচেঞ্জে মিলবে ১৪,০০০ টাকা ক্যাশব্যাক, ফলে অফার মূল্য দাঁড়াবে যথাক্রমে ৪ লাখ ২৪ হাজার ও ৪ লাখ ২১ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।