বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Yamaha ভারতের বাজারে FZ-S Fi Hybrid মডেলটি লঞ্চ করেছে। বিস্তারিত জানুন, কি কি নতুন ফিচার এসেছে এতে।
নতুন দিল্লি: ইন্ডিয়া Yamaha মোটর (IYM) সোমবার ১,৪৪,৮০০ টাকায় (এক্স-শোরুম) FZ-S Fi Hybrid মডেলটি লঞ্চ করেছে। এটি Yamaha এর ভারতের প্রথম হাইব্রিড বাইক এবং FZ-S Fi মডেলের তুলনায় ১০,০০০ টাকা বেশি দামে পাওয়া যাবে।
FZ-S Fi Hybrid বাইকটি ১৪৯ সিসি Blue Core ইঞ্জিন দ্বারা চালিত, যা এখন OBD-2B কমপ্লায়েন্ট। এই ইঞ্জিনে Yamaha এর Smart Motor Generator (SMG) এবং Stop & Start System (SSS) প্রযুক্তি রয়েছে। এর ফলে বাইকটি কম শব্দে শুরু হয়, ব্যাটারি সহায়ক এক্সিলারেশন পায় এবং Idle অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ইঞ্জিন বন্ধ হয়ে যায় এবং দ্রুত ক্লাচ একশন দিয়ে পুনরায় চালু হয়। কোম্পানি এখনো ফুয়েল ইফিশিয়েন্সি সম্পর্কিত কোনো দাবি করেনি।
ডিজাইনে কিছু পরিবর্তন হলেও, মূল পরিবর্তন হলো ইনটেক এরিয়ায় নতুনভাবে পজিশন করা ফ্রন্ট টার্ন সিগনাল। নতুন FZ-S Fi Hybrid মডেলে ৪.২ ইঞ্চি ফুল-কলার TFT ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যুক্ত করা হয়েছে, যা Y-Connect অ্যাপের মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে সংযুক্ত হয়। এতে Turn-by-Turn (TBT) ন্যাভিগেশন থাকবে, যা গুগল ম্যাপসের সঙ্গে সংযুক্ত হয়ে রিয়েল-টাইম দিকনির্দেশনা, নেভিগেশন ইনডেক্স, ইনটারসেকশন বিস্তারিত এবং রোড নাম সাপোর্ট করবে।
Yamaha জানিয়েছে, বাইকের হ্যান্ডেলবারের পজিশন দীর্ঘ সফরের জন্য আরো আরামদায়ক করা হয়েছে এবং হ্যান্ডেলবার সুইচগুলো আরো সহজে অ্যাক্সেস করা যাবে। হর্ন সুইচটি নতুনভাবে স্থানান্তরিত হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য আরও সুবিধাজনক। ফুয়েল ট্যাংকে এখন নতুনভাবে ডিজাইন করা বিমানের স্টাইলের ফুয়েল ক্যাপ ব্যবহার করা হয়েছে, যা রিফুয়েলিংয়ের সময় যুক্ত থাকে।
নতুন ২০২৫ ‘FZ-S Fi Hybrid’ দুটি রঙে পাওয়া যাবে – Racing Blue এবং Cyan Metallic Grey।
HMD 130 Music ও HMD 150 Music : ফিচার ফোনেই উপভোগ করা যাবে মিউজিক!
Yamaha মোটর ইন্ডিয়া গ্রুপের চেয়ারম্যান Itaru Otani বলেছেন, “এই সেগমেন্টে হাইব্রিড প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে, আমরা কেবল পারফরম্যান্স বাড়াচ্ছি না, বরং আমাদের অগ্রণী, রাইডার-কেন্দ্রিক উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রুতি আরও শক্তিশালী করছি। FZ সিরিজের প্রতিটি আপডেট গ্রাহকের মতামতের ভিত্তিতে তৈরি হয়েছে, যা আরও পরিশীলিত, গতিশীল এবং আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।