বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় টু হুইলার সংস্থা ইয়ামাহা এবার ৭০০ সিসির বাইক আনছে। প্রিমিয়াম সেগমেন্টের বাইকের মডেল নিয়ে আসতে চলেছে ইয়ামাহা মোটরস। সংস্থা তাদের পোর্টফোলিও বাড়াবে, এবার ৭০০ সিসির বাইক নির্মাণের দিকেও নজর দেবে বলে জানিয়েছে।
যেসব গ্রাহক এবং গাড়িপ্রেমী ইয়ামাহার বাইক আগে থেকে ব্যবহার করছেন এবং আপগ্রেড করতে চাইছেন এবং একইসঙ্গে যারা একটু স্পোর্টি লুকের গাড়ি পছন্দ করেন তাদের জন্য আগামী কয়েক বছরের মধ্যেই আসছে ওয়াইজেডএফ আর৭ এবং এমটি০৭ মডেল দুটি। ৭০০ সিসি সেগমেন্টের উদ্বোধন হবে এই বাইক দুটি দিয়েই।
ইয়ামাহা মোটরসের ১৪৯ সিসি থেকে ১৫৫ সিসির বাইকের জনপ্রিয়তা আছে অনেক বেশি। এছাড়া ৩০০ সিসির বাইকগুলোও বেশ জনপ্রিয়তা পেয়েছে। ৩০০ সিসির বাইকগুলোর মধ্যে আর৩ এবং এমটি-০৩ মডেল দুটি অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবার ৭০০ সিসির বাইক এনে নিজেদের পোর্টফোলিওকে আরও শক্তপোক্ত করতে চাইছে এই সংস্থা।
আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যেই এই বাইকগুলো বাজারে আনবে সংস্থা। অন্যান্য বাইকের মতো এগুলোও জনপ্রিয়তা পাবে বলেি ধরে নেওয়া যায়। তবে ৭০০ সিসির বাইক চালানোর অনুমতি নেই আমাদের দেশে। তাই এই বাইক বাংলাদেশের বাজারে না আসার সম্ভাবনাই বেশি।
সূত্র: এবিপি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।