বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইয়ামাহার জনপ্রিয় রোডস্টার বাইক এমটি ০৯। এই বাইক এবার নতুন রূপে বাজার এলো। এই বাইকের ২০২৪ এডিশনে একাধিক আপডেট যোগ করা হয়েছে।
সম্প্রতি ইয়ামাহা এমটি ০৯ মডেলের আপডেটেড সংস্করণ জাপানের বাজারে এসেছে। শিগগিরই অন্যান্য দেশেও আসবে।
এই বাইকে যোগ করা হয়েছে নতুন গ্রাফিক্স এবং ফিচার্স। আগের থেকে অনেক বেশি তীক্ষ্ণ লুক দেওয়া হয়েছে এই মোটরসাইকেলে। পাশাপাশি চেহারা এবং ফিচার্সে থাকছে বেশ কিছু পরিবর্তন।
বাইকের রূপ বদলালেও ইঞ্জিনে কোনও বদল করছে না ইয়ামাহা। মূলত বাইকের গ্রাফিক্স-এ সবথেকে বেশি পরিবর্তন করেছে সংস্থা।
একদমই আধুনিক লুক দেওয়া হয়েছে মোটরবাইকে। থাকছে নতুন এলইডি হেডল্যাম্প এবং মাসকুলার ফুয়েল ট্যাংক। বাইকের টেইল সেকশনেও চমক রাখা হয়েছে। ফিচার্সের ক্ষেত্রে থাকছে নতুন ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন সঙ্গে স্মার্টফোন কানেকশন। এছাড়াও নেভিগেশন, রাইডিং মোড, ক্রুজ কন্ট্রোল এবং সেলফ ক্যানসেলিং টার্ন ইন্ডিকেটরের মতো ফিচার্স থাকছে।
মোবাইল চার্জ দেওয়ার জন্য রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট। এতে থাকছে কেওয়াইবি সাসপেনশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে নতুন ব্রেমবো ব্রেক এবং দুই চাকাতেই ডিস্ক ও ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
এই রোডস্টার বাইকে ১৭ ইঞ্চি অ্যালমুনিয়াম হুইল দেওয়া হয়েছে। থাকছে ব্রিজস্টোনের টায়ার। ইঞ্জিনের ক্ষেত্রে মিলবে ৮৯০ সিসি তিন সিলিন্ডার লিকুইড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১৭.৩ হর্সপাওয়ার শক্তি এবং ৯৩ এনএম টর্ক তৈরি করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।