বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে দারুণ জনপ্রিয় মোটরসাইকেল Yamaha MT-15। সম্প্রতি সেই বাইকের আপডেটেড ভার্সন লঞ্চ করেছে সংস্থা। অনেক তরুণ রাইডারদের কাছে পছন্দের একটি মোটরসাইকেল রোড রানার, গত বছরেই বাইকে নতুন সাসপেনশন। সুইংআর্ম সহ একাধিক বৈশিষ্ট্য যোগ করে ইয়ামাহা।
এবার সেই বাইকের বিএস6 ফেজ 2 নিয়ম মেনে নতুন এডিশন বাজারে এনেছে সংস্থাটি। নতুন যে ইয়ামাহা এমটি লঞ্চ হয়েছে তাতে শুধু ইঞ্জিন পরিবর্তন হয়নি যোগ হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং LED ইন্ডিকেটর। একনজরে দেখে নিন কলকাতায় এই বাইকে অন রোড প্রাইজ এবং বাকি বৈশিষ্ট্য।
Yamaha MT 15 এর অন রোড প্রাইজ
কলকাতায় এই মোটরবাইকের অন রোড প্রাইজ 1,98,540 টাকা। ভারতে বাইকটির অন রোড সবচেয়ে বেশি বেঙ্গালুরুতে 2,18,475 টাকা। সবচেয়ে কম দাম রয়েছে চেন্নাই এবং চন্ডিগড় শহরে। এই দুই শহরে Yamaha MT 15 এর অন রোড প্রাইজ যথাক্রমে – 1,94,130 টাকা এবং 1,89,957 টাকা।
দিল্লি ও মুম্বইয়ে বাইকের অন রোড প্রাইজ – 1,97,000 টাকা এবং 1,95,397 টাকা। তথ্যের খাতিরে জানিয়ে রাখি, ইয়ামাহার এই স্পোর্টস বাইকের এক্স-শোরুম দাম 1.68 লাখ টাকা। 2023 সালের ফেব্রুয়ারি মাসে মোটরসাইকেলটির আপডেটেড এডিশন লঞ্চ করে সংস্থা।
Yamaha MT 15 এর বৈশিষ্ট্য
এই মোটরসাইকেলে মিলবে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন যা সর্বোচ্চ 18.4 ব্রেক হর্সপাওয়ার এবং 14.1 টর্ক উত্পন্ন করে। সঙ্গে রয়েছে 6 স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
মোটরসাইকেলে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, আপ সাইড ডাউন ফর্ক সাসপেনশন এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS), অর্থাৎ দু চাকাতেই মিলবে এবিএস এবং ডিস্ক ব্রেক।
এছাড়া থাকছে LED টার্ন ইন্ডিকেটর, LCD ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে বাইকের জ্বালানি সংক্রান্ত এবং অন্যান্য ফিচার্স সম্পর্কে একাধিক তথ্য দেখা যাবে। Yamaha MT 15 বাইকে মিলবে ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার পজিশন ইন্ডিকেটর।
মোটরবাইকের কার্ব ওয়েট 138 কেজি এবং সিটের উচ্চতা 810 মিলিমিটার। দেশের বাজারে এই মোটরসাইকেলের একাধিক প্রতিদ্বন্দ্বী রয়েছে যেমন Bajaj Pulsar, KTM Duke 200, Yamaha R15, KTM 125 Duke, TVS Ronin, Royal Enfield Hunter 350 এবং Royal Enfield Bullet।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।