Yamaha MT 15 V2: আধুনিক ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সে এল স্পেশাল এডিশন

yamaha

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ইয়ামাহা এমটি-১৫ ভার্সন ২-এর স্পেশাল এডিশন বাজারে এলো। এটি এমটি-১৫ এর ২০২৪ ভার্সন। এই মটো জিবি সংস্করণ আগের চেয়ে আকর্ষণীয় রূপে বাজারে এসেছে।

yamaha

যদিও দাম বৃদ্ধি ও নয়া কালার অপশন যোগ হওয়া ছাড়া বাইকটিতে আর কোন বৈশিষ্ট্যের বদল ঘটানো হয়নি।

ইয়ামাহা এমটি-১৫ ভার্সন ‍২ মটো জিপি এডিশনের ডিজাইন ও স্টাইল স্ট্যান্ডার্ড ভার্সনের সঙ্গে অনুরূপ রাখা হয়েছে। এতে দেওয়া হয়েছে একটি সেন্টার সেট প্রোজেক্টর এলইডি হেডলাইট, এলইডি ডিআরএল, পেশিবহুল ফুয়েল ট্যাঙ্ক এবং ব্ল্যাক পেইন্ট স্কিমের মনস্টার এনার্জি স্টিকার।

শক্তির উৎস হিসেবে নতুন এমটি-১৫ মডেলে দেওয়া হয়েছে ১৫৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ১০,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৮.১ বিএইচপি শক্তি এবং ৭,৫০০ আরপিএম গতিতে ১৪.১ এনএম টর্ক উৎপন্ন হবে। ইঞ্জিনকে সঙ্গত দিতে রয়েছে ৬-স্পিড গিয়ার।

এবার ‘সিঙ্গেলফাদার’ হচ্ছেন অভিষেক বচ্চন

ইয়ামাহা এমটি-১৫ মটো জিপি এডিশনের এই ফিচার স্ট্যান্ডার্ড মডেলেও পাবেন। যার মধ্যে রয়েছে এলইডি আলোকসজ্জা, এলসিডি স্মার্টফোন সংযোগ, এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল এবং আরও অনেক কিছু। এমনকি সোনালি রঙের ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পেছনের মনোশকেও কোন পরিবর্তন ঘটানো হয়নি। তারুণ প্রজন্মকে আকৃষ্ট করতে দেওয়া হয়েছে সামঞ্জস্যপূর্ণ স্টালিং এবং পারফরম্যান্স।