বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : তরুণদের কাছে জনপ্রিয় মোটরসাইকেল ইয়ামাহা এমটি ১৫। এই ক্রেজি বাইক এলো নতুন ভার্সনে। সম্প্রতি ইয়ামাহা ভারতে এমটি ১৫ এর আপডেটেড ভার্সন এনেছে।
আপডেটেড ভার্সনে নতুন সাসপেনশন। সুইংআর্মসহ একাধিক বৈশিষ্ট্য যোগ হয়েছে। এছাড়াও এই বাইক এসেছে বিএস ৬ ফেস ২ নিয়ম মেনে।
নতুন যে ইয়ামাহা এমটি লঞ্চ হয়েছে তাতে শুধু ইঞ্জিন পরিবর্তন হয়নি যোগ হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং এলইডি ইন্ডিকেটর।
ভারতে এই মোটরবাইকের অন রোড প্রাইজ ১ লাখ ৯৮ হাজার ৫৪০ রুপি।
এই মোটরসাইকেলে মিলবে ১৫৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৮.৪ ব্রেক হর্সপাওয়ার এবং ১৪.১ টর্ক উত্পন্ন করে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ।
মোটরসাইকেলে রয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, আপ সাইড ডাউন ফর্ক সাসপেনশন এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)। অর্থাৎ দুই চাকাতেই মিলবে এবিএস এবং ডিস্ক ব্রেক।
এছাড়া থাকছে এলইডি টার্ন ইন্ডিকেটর, এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেখানে বাইকের জ্বালানি সংক্রান্ত এবং অন্যান্য ফিচার্স সম্পর্কে একাধিক তথ্য দেখা যাবে।
ইয়ামাহা এমটি ১৫ বাইকে মিলবে ব্লুটুথ কানেক্টিভিটি, গিয়ার পজিশন ইন্ডিকেটর।
yamahaমোটরবাইকের কার্ব ওয়েট ১৩৮ কেজি কেজি এবং সিটের উচ্চতা ৮১০ মিলিমিটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।