আন্তর্জাতিক ডেস্ক : শীঘ্রই ভারতের বাজারে Yamaha R15-এর বাজার দখল করতে নিজেদের সেরা অস্ত্র প্রয়োগ করতে চলেছে Bajaj। বিভিন্ন সূত্রের খবর অনুসারে, চলতি বছরের শেষ লগ্নে নিজেদের সেরা স্পোর্টস বাইক লঞ্চ করবে বাজাজ।
জানা যাচ্ছে, ভারতের বাজারে Yamaha R15 এর সঙ্গে কঠিন প্রতিযোগিতা করবে Bajaj Pulsar NS250 গাড়িটি। আমরা আপনাদের জানিয়ে রাখি, এটিই হবে ভারতের বাজারে 250cc সস্তা বাইক। উল্লেখ্য, 2000 সালে প্রথমবার ভারতের বাজারে লঞ্চ হয়েছিল বাজাজের Pulsar বাইক। এরপর গাড়িটি একের পর এক মডেলে লঞ্চ করা হয়েছে এবং সেগুলি বেশ পছন্দ করেছেন গ্রাহকরা।
সেই ধারাবাহিকতা বজায় রেখে খুব শীঘ্রই ভারতের বাজারে Bajaj Pulsar NS250 করবে জনপ্রিয় এই কোম্পানিটি। গোপন সূত্রের খবর, 2023 সালের শেষ লগ্নে গাড়িটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বাইক প্রেমীরা মনে করছেন, এটি শক্তিশালী বাইক সেগমেন্টের একটি প্রিমিয়াম বাইক হিসেবে আত্মপ্রকাশ করবে। তবে কবে নাগাদ দুর্দান্ত এই বাইকটি লঞ্চ করা হবে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির তরফ থেকে।
যদি Bajaj Pulsar NS250 বাইকের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, শক্তিশালী এই বাইকে 248.7 সিসি সিঙ্গেল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দেখা যাবে। যা 31 PS শক্তি এবং 27 Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া শক্তিশালী এই ইঞ্জিনটি 6-স্পিড গিয়ার বক্সের দ্বারা নিয়ন্ত্রিত হবে বলেও জানানো হয়েছে।
এর একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে আসার পর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করতে শুরু করেছেন বাইক প্রেমীরা। দুর্দান্ত ডিজাইন এবং কিলার লুক, ইতিমধ্যে বাজার দখল করতে শুরু করেছে Bajaj Pulsar NS250 বাইক। আমরা আপনাদের জানিয়ে রাখি, শক্তিশালী এই ইঞ্জিনের মাধ্যমে গাড়িটি সর্বোচ্চ 165 কিলোমিটার গতিতে ছুটতে পারবে। যদি দামের কথা বলি, তবে এই প্রিমিয়াম বাইকের মূল্য ভারতের বাজারে 1.6 থেকে 1.7 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।